#🤲জুম্মার নামাজ 🤲 "নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই কাছে সাহায্য চাই এবং তাঁরই নিকট ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের নফসের অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন, তাকে বিভ্রান্ত করার কেউ নেই; আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে পথ দেখানোর কেউ নেই।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।"
তাকওয়া ও পবিত্র কুরআনের বাণী
খতিব সাহেব সাধারণত কুরআনের এই আয়াতগুলো পাঠ করেন:
"হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।" (সূরা আলে ইমরান: ১০২)
এরপর তিনি মূল বিষয়ের ওপর আলোচনা করেন। আলোচনার শেষে দ্বিতীয় খুতবায় নিচের দোয়াগুলো করা হয়:
সমাপনী দোয়া (দ্বিতীয় খুতবা)
"হে আল্লাহ! ইসলাম ও মুসলমানদের শক্তি প্রদান করুন। মুশরিক ও দ্বীনবিরোধীদের লাঞ্ছিত করুন। হে আল্লাহ! আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের সকল নেক আমল কবুল করুন।
হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
আল্লাহর বান্দারা! আল্লাহ আপনাদের ন্যায়বিচার, সদাচরণ এবং নিকটাত্মীয়দের দান করার নির্দেশ দিচ্ছেন; আর তিনি অশ্লীলতা, অসৎ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করছেন। তিনি আপনাদের উপদেশ দিচ্ছেন যাতে আপনারা শিক্ষা গ্রহণ করেন।"
একটি বিষয় মনে রাখা ভালো: জুম্মার খুতবা সাধারণত দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে থাকে ইসলামের বিধি-বিধান বা সমসাময়িক বিষয়ের আলোচনা, আর দ্বিতীয় অংশটি মূলত আল্লাহর প্রশংসা এবং মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে শেষ হয়।


