ShareChat
click to see wallet page
search
ছোটগল্প: তোমার কাজে না লাগলেই সজল খুব সাধারণ মানুষ। বেশি কথা বলে না, কারো পেছনে নিন্দাও করে না। যার যা দরকার, সাধ্য থাকলে করে দেয়। তাই সবাই তাকে “ভালো মানুষ” বলেই চিনত। একদিন বন্ধুরা মিলে একটা কাজ ঠিক করল, যেটা আসলে পুরোপুরি অন্যায়। সবাই সজলের দিকে তাকিয়ে রইল—কারণ তার মুখ দিয়ে বললে কাজটা সহজে হয়ে যাবে। সজল একটু চুপ করে থেকে বলল, “এইটা আমি পারবো না। এটা ঠিক মনে হচ্ছে না।” মুহূর্তেই বাতাস বদলে গেল। “তুই এখন খুব সৎ সেজেছিস নাকি?” “আগে তো এমন ছিলি না!” সজল অবাক হয়ে গেল। এতদিনের ভালো মানুষটা এক নিমিষেই খারাপ হয়ে গেল শুধু না বলার জন্য। এরপর থেকে তাকে আর ডাকা হতো না। আড্ডায় নাম থাকত না, ফোন আসত না। কিন্তু আশ্চর্যভাবে তার মনটা হালকা হয়ে গেল। সে বুঝল—যেখানে ভালো মানে নিজের বিবেক বিক্রি করা, সেখানে খারাপ হওয়াই শান্তি। হাঁটতে হাঁটতে সে নিজেকে বলল— “আমি খারাপ হইনি, আমি শুধু কারো কাজে লাগার ভুলটা আর করিনি।” সেদিন থেকেই সজল নিজের কাছে ভালো থাকার সিদ্ধান্ত নিল। #💔মনভাঙার গল্প #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #📝মনের ডায়েরি ✍ #🌤মোটিভেশনাল কোটস✍
💔মনভাঙার গল্প - Osrexpressions76 $E তোমার কাজে না লাগলেই @srexpressions16 @srexpressions1 6 Osrexpressions76 $E তোমার কাজে না লাগলেই @srexpressions16 @srexpressions1 6 - ShareChat