:প্রিয় আমার,
তোমার কি একটুও মায়া হয় না..?
এত মায়া, এত যত্ন, এত ভালোবাসা, এত তিব্র আকাঙ্ক্ষা নিয়ে চাওয়ার পরেও, না পাওয়ার যন্ত্রণা কতো-খানি যদি তোমাকে বোঝাতে পারতাম !
এত কঠিনতম ভাবে তোমায় হারালাম, এত কঠোর ভাবে আঘাত প্রাপ্ত হলাম, তাও কি তোমার একটু মায়া হলো না ? এই জগতে তুমি আমার শেষ ভরসা ছিলে, কিন্তু দেখো তোমার সাথে এখন আমার যোজন যোজন দূরত্ব !
তোমার অন্যের প্রতি ভালোবাসা ভরা চাহনি, চোখের পলকে আমায় পুড়িয়ে দেয়, তোমার আমার বিচ্ছেদ আমাকে মনে করিয়ে দেয়, আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি !
আমাকে ধ্বংস করার অন্য কোন অস্ত্র ছিল না..?
এমন কঠিন কষ্ট, এমন যন্ত্রণা কেন দিলে আমায়...?
আমার কান্না, আমার আর্তনাদ, আমার মস্তিষ্কের ক্ষয় এসব কি তোমার চোখে পড়ে না? মাঝে মাঝে ভীষণ শ্বাসকষ্ট হয়, মনে হয়, এই বুঝি রুহু টা বেড়িয়ে গেল !
তোমার জন্যই ধ্বংস হলাম, অথচ দেখো, তুমি টের-ও পেলে না ! #💔একাকিত্ব জীবন💔 #life hurts 💔🥺 #broken heart #💔মনভাঙার গল্প #sad


