অনন্যা প্রাণপণে নিজের ডান হাতটা চালিয়ে দেয় মোক্ষম নিশানায়। অন্ডকোষের জোরালো আঘাতে ঘুরে পড়ে রাহুল। অনন্যা প্রায় দৌড়ে বেরিয়ে আসে। রেস্টুরেন্টের কর্মীরা হকচকিয়ে যাওয়ার মুহূর্তে সে স্কুটিতে উঠে পড়ে। কাউকে কোনো কৈফিয়ৎ না দিয়ে স্পিড বাড়িয়ে দেয়।
ভাসান রাত ও নাছোড়বান্দা প্রেম (উপন্যাস)
#বই #বাংলাবই #নতুনবই #কলকাতা বইমেলায় স্টল ৬৭০ #📚ভালোবাসার গল্প💑
00:32

