সে আমার থেকে 'বেটার' কাউকে চেয়েছিলো, আমি সরে আসলাম। সে আমাকে 'ইগনোর' করা শুরু করলো, আমি ৩-৪ দিন টানা মেসেজ দিয়ে তারপর থেকে মেসেজ দেওয়া অফ করে দিলাম। সে আমার পরিবর্তে অন্য একজন কে লাইফে এনেছিলো, আমি সেটা জানতে পেরে যোগাযোগ ই অফ করে দিলাম।
অনেকদিন তার কোনো খবর রাখিনি, হঠাৎ এক রাতে কল দিলো। আমি তার কল ধরিনি। পরপর কয়েকবার কল দেওয়ার পরে ধরলাম। সে জানালো সে ভালো নেই, এটাও জানালো আমার মতো করে তাকে কেউ বুঝেনি কখনো, আমার মতো করে তাকে কেউ ভালোও বাসেনি!
আমি এটার জবাবে কিছুই বলিনি। মাঝেমধ্যে মানুষ কে বুঝতে দেওয়া উচিত সে কি হারাইছে...❤️🩹
#সংগৃহীত
#একাকিত্ব জীবন যাপন
goutam samanta #🥰 একাকিত্ব জীবন 🥰 #একাকিত্ব #একাকিত্ব জীবন #একাকিত্ব

