ShareChat
click to see wallet page
search
শ্রীমদ্ভগবদ্গীতাকে 'মানব জীবনের মূল ঔষধ' বলা হয় কেন 🤔👇 তাহলে শুনুন এটি শরীরের নয়, বরং মনের এবং আত্মার চিকিৎসার কাজ করে। বর্তমান যুগে আমরা যেসব মানসিক ও জাগতিক সমস্যার সম্মুখীন হই, গীতার থেকে আমরা প্রতিটির নিখোঁজ উদ্দেশ্য খুঁজে পাবো। কেন একে মহৌষধ বলা হয়, তার প্রধান কারণ কি? বিষাদ ও বিষণ্ণতার নিরাময় 👇 গীতার শুরুই হয়েছে 'অর্জুন-বিষাদ যোগ' দিয়ে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তখন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান-এর মাধ্যমে তার মনোবল ফিরিয়ে আনেন। গীতা শেখায় কীভাবে শোক ও মোহ থেকে বেরিয়ে আসা যায়। দুশ্চিন্তার ঔষধ: কর্মফল ত্যাগ আমাদের মানসিক চাপের মূল কারণ হলো ভবিষ্যতের চিন্তা এবং ফলের আশা। গীতা আমাদের শিক্ষা দেয়: —"কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন।"(২/৪৭) অর্থাৎ, তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। গীতা শেখায় আত্মা অমর এবং অবিনশ্বর। Energy যেমন ধ্বংস করা যায় না, কেবল রূপান্তর করা যায়, গীতাও তেমনি বলে— "নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ।" (২/২৩) > আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না। জ্ঞান ও কর্মের পাশাপাশি গীতায় ভক্তিকে শ্রেষ্ঠ পথ বলা হয়েছে। সব পথ ঘুরে যখন মানুষ দিশেহারা হয়, তখন গীতার নির্দেশ— "সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ।"(১৮/৬৬) অর্থাৎ, পরমেশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখা। মানব জীবনের মূল উদ্দেশ্য হলো স্রষ্টার পরিচয় লাভ করা। ​নিজের ভেতরের পরমাত্মাকে চেনা এবং মোক্ষ বা মুক্তি লাভ করা। ​পরকালীন মুক্তি: পৃথিবীতে সৎ কাজ এবং ভক্তির মাধ্যমে পরবর্তী জীবনে শান্তি অর্জন করা। সুখ-দুঃখ, জয়-পরাজয় এবং মান-অপমানে বিচলিত না হয়ে স্থিতধী থাকা বা 'স্থিতপ্রজ্ঞ' হওয়া গীতার এক অনন্য শিক্ষা। এটি মানুষকে মানসিক চাপ ও বিষণ্নতা থেকে মুক্ত থাকার পথ দেখায়। অশান্ত মনই হলো সব রোগের জড়। গীতা বলছে, "মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু।" যোগ এবং ধ্যানের মাধ্যমে কীভাবে অনিয়ন্ত্রিত মনকে বশে আনা যায়, সেই ঔষধ গীতায় দেওয়া আছে। মৃত্যুর ভয় বা হারানোর ভয় মানুষকে অস্থির করে তোলে। গীতা আত্মার অমরত্বের কথা বলে মানুষের মন থেকে সবচেয়ে বড় ভয়—'মৃত্যুভয়' দূর করে দেয়। যখন মানুষ বুঝতে পারে তার প্রকৃত সত্তা অবিনশ্বর, তখন সে নির্ভীক হয়ে ওঠে। ভক্তিযোগ: আবেগের পরিশোধন জ্ঞানযোগ: বুদ্ধির প্রখরতা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কর্মযোগ: অলসতা ত্যাগ করে কর্মক্ষম থাকার জীবনীশক্তি। শরীরের রোগ সারাতে যেমন অ্যান্টিবায়োটিক লাগে, জীবনের জটিলতা এবং মনের অন্ধকার দূর করতে তেমনি গীতার জ্ঞান প্রয়োজন। এটি কোনো বিশেষ ধর্মের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জীবনের সঠিক পথ দেখানোর এক জীবন্ত গাইড। হরে কৃষ্ণ 🌸 🙏 রাধে রাধে 🌸🙏 জয় গীতা 🌸🙏 #sanatandharma #sanantonio #bhakti #bhagavadgita #🙂ভক্তির সকাল😇
🙂ভক্তির সকাল😇 - E 43 গীতা হচ্ছেজীবপর মূল ঔষধজয় গীতা E 43 গীতা হচ্ছেজীবপর মূল ঔষধজয় গীতা - ShareChat