Tuesday veg lunch thali
মায়ের হাতের রান্না।
এই দেখোনা আজকে নিরামিষ বার বলে মা টুকটুক করে কতগুলো রান্না করেছে,
তালে এক এক করে বলি কি কি আছে,
তার আগে বলি আমি খেতে বসছি এখন প্রায় চারটে। সকাল বেলা বাড়ি থেকে একগুচ্ছ হাতে কাজ নিয়ে বেরিয়েছিলাম আর সব কাজ সেরে বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে পার, তারপর চারটের সময় খেতে বসেছি।
তো চটপট বলি আজকে কি আছে,
কম্পালসারি ভাত তো আছেই,
সাথে আছে আলু সেদ্ধ ,পালং শাক ,বেগুন ভাজা ,মটর ডাল আর আলু বিট গাজরের তরকারি।
শুভ দুপুর বলবো না বিকেল বলবো বুঝতে পারছি না। 🥰 #🥗 আজকের খাবার #মায়ের হাতের রান্না 🥘 #👩🍳ফুড ব্র্যান্ড অ্যাম্বাসাডার 😎 #আজকের খাওয়া দাওয়া 🤤❣️ #😍আমার পছন্দের স্টেটাস😍


