🚩🚩 মহাদেবের স্বরূপ এবং তাঁর দেহে ও পরনে বস্ত্র হিসেবে কিসের কিসের চর্ম রয়েছে ? 🚩🚩
🕉️ শ্লোক :-
রত্নকল্পাজ্বলঙ্গম যস্য চর্মাম্বরঞ্চ হস্তশূলম ।
বামে শক্তিশিবা স্থিতানিত্যম নমামী সাম্বমীশ্বরম ।।
🔥 অর্থাৎ , যাহার সর্বাঙ্গ কোটিরত্নের আভা অপেক্ষা উজ্জ্বল-তেজময় , চর্ম যাহার অম্বর বা বস্ত্রস্বরূপ ( *মৃত হওয়া বট ও অশ্বত্থ বৃক্ষের ছাল , গজাসুরের বিনাশ করার পর ভক্তের ওপর কৃপাবর্ষণ করতে গজের চর্ম , মৃগয়াতে মৃত হরিণের গাত্র চর্ম , বিষ্ণুর নরসিংহের অন্ত ঘটিয়ে দর্প চূর্ণ করে সিংহের চর্ম , রিপু ক্রোধ হিংস্রতা ও ভিষণতা রূপী ব্যাঘ্র কে জয় করে তাহার চর্ম নিজের বস্ত্র ও আসন রূপে ধারণ করেছেন* ) ও যিনি সর্বদা হস্তে শুল ধারণ করেন ( *যেই শুল দ্বারা তিনি বিষ্ণুর প্রথামাবতার মৎস্যের চক্ষু উৎপাটন করে ও দ্বিতীয়বতার কূর্মের পিঠের ভীষণরূপী আবরণ খোলসকে শুলাঘাতে কুর্মের দেহ থেকে আলাদা করে অন্ত ঘটিয়েছিলেন* ) , ও যাহার বামভাগে দেবী আদ্যাশক্তি শিবা এককভাবে নিত্য অবস্থান করেন , সেই জগতজননী ভগবতী অম্বা সহিত স্থিত পরমেশ্বরকে আমি যুগলে প্রণাম করি । 🔥
লেখনী ✍️-- রুদ্রনাথ শৈব 🥀
©রুদ্রনাথশৈব #রুদ্রকণ্ঠthevoiceofrudra #রুদ্রনাথশৈব #postviralシ #souviksddas #শিবালয় #সনাতনধর্ম #হিন্দুধর্ম #সনাতন
বি দ্রঃ- পোস্টটি কপি করলে সম্পূর্ণ কপি করবেন ।
নমঃ শিবায় ।। 🕉️
জয় জগদম্বা ।। 🔱
শিব ওম তৎ সৎ ।। 🚩
#🙏নমস্কার #🙏শিবের ওয়ালপেপার🙏 #🙏শিব-পার্বতীর কথা💗


