ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বড় খবর! 🇮🇳💰
SEBI, RBI, IRDAI, PFRDA সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করছে Consolidated Account Statement (CAS) আরও বিস্তৃত করার জন্য। খুব শিগগিরই আপনি একটি মাত্র মাসিক স্টেটমেন্টে আপনার পুরো আর্থিক অবস্থার ছবি দেখতে পারবেন! 📊
মিউচুয়াল ফান্ড, শেয়ার, NPS ও ডিম্যাট হোল্ডিংসের পাশাপাশি এতে যুক্ত হতে পারে—ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট, ইনসিওরেন্স, স্মল সেভিংস স্কিম, বন্ড, PF এবং ভবিষ্যতে এমনকি লোন ও। ঠিক যেন আপনার ব্যক্তিগত মাসিক ব্যালান্স শিট! 📈
SEBI চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে জানিয়েছেন— কেবলমাত্র একটি স্টেটমেন্টেই আপনার সম্পূর্ণ আর্থিক লেজার ও ফিনান্সিয়াল ওয়েল-বিয়িং দেখা যাবে। এটি স্বেচ্ছামূলক (opt-in) হবে এবং API-এর মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। 🔗
এতে স্বচ্ছতা অনেক বাড়বে এবং নিজের আর্থিক সম্পদের হিসাব রাখা হবে আরও সহজ! আপনি রেডি আছেন তো? 🚀
সূত্র: Business Standard
এক যুগান্তকারী পদক্ষেপ... অসাধারণ 😍😍 #📣টাটকা আপডেট📰 #📈লেটেস্ট আপডেট📰


