ShareChat
click to see wallet page
search
কবিতা: “অনুপস্থিতিতেও তুমি” মনে রাখবে— এই পৃথিবীর ভিড়ে, কোলাহলে, একজন এমন মানুষ পাওয়া ভীষণ কঠিন, যে তোমার উপস্থিতির জন্য নয়, তোমার অস্তিত্বের জন্যই ভালোবাসে। তুমি না থাকলেও যে তোমার নামটা আগলে রাখে, যে তোমার নীরবতাকে বিশ্বাস করে, আর দূরত্বকেও করে আপন। সবাই পাশে থাকে আলোয়, কিন্তু অন্ধকারে যে তোমার হাতটা ছেড়ে দেয় না, সেই-ই তো জীবনসঙ্গী। অনুপস্থিতিতে যে সন্দেহ নয়, জন্ম দেয় অপেক্ষা, যে অভিমান নয়, জমায় ভরসা— তাকে হারাতে নেই। ভালোবাসা মানে প্রতিদিন দেখা নয়, ভালোবাসা মানে না থেকেও থেকে যাওয়া। তাই মনে রেখো, এই পৃথিবীতে অনুপস্থিতিতেও যে শুধু তোমারই থাকে— সে মানুষটা ভাগ্যের মতোই দুর্লভ। #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #❤জীবনের কোটস 🖋 #💕Express Emotion🎁 #💌প্রেমের কোটস💓 #📝আমার লেখা কবিতা✍
😇আজকের Whatsappস্টেটাস 🙌 - Osrexpressions76 মনে রাখবে- ভিড়ে, এই পৃথিবীর কোলাহলে, একজন এমন মানুষ পাওয়া ভীষণ কঠিন; তোমার উপস্থিতির জন্য নয়, তোমার অস্তিত্বের জন্যই ভালোবাসে | তুমি না থাকলেও $E তোমার নামটা আগলে রাখে, < নীরবতাকে বিশ্বাস করে, তোমার আর দূরত্বকেও করে আপন| সবাই পাশে থাকে আলোয়, কিন্তু অন্ধকারে যে তোমার হাতটা ছেড়ে দেয় না, সেই-ই তো জীবনসঙ্গী | @srexpressions1 6 Osrexpressions76 মনে রাখবে- ভিড়ে, এই পৃথিবীর কোলাহলে, একজন এমন মানুষ পাওয়া ভীষণ কঠিন; তোমার উপস্থিতির জন্য নয়, তোমার অস্তিত্বের জন্যই ভালোবাসে | তুমি না থাকলেও $E তোমার নামটা আগলে রাখে, < নীরবতাকে বিশ্বাস করে, তোমার আর দূরত্বকেও করে আপন| সবাই পাশে থাকে আলোয়, কিন্তু অন্ধকারে যে তোমার হাতটা ছেড়ে দেয় না, সেই-ই তো জীবনসঙ্গী | @srexpressions1 6 - ShareChat