📘 আজ হঠাৎ নিজেকেই আবিষ্কার করলাম… Flipkart–এর হোমপেজে 💙
আজ একটা অদ্ভুত কিন্তু ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো।
ফ্লিপকার্টে ঢুকেছিলাম কিছু দরকারি জিনিস কিনতে।
স্ক্রল করতে করতেই হঠাৎ চোখ আটকে গেল একটা পরিচিত মুখে…
একটা পরিচিত কভারে…
👉 “Be Inspire | অনুপ্রাণিত হও”
👉 আমার লেখা বই।
এক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারিনি।
কারণ আমরা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজনে যাই,
সেখানে তো আমরা অন্যের প্রোডাক্ট কিনতেই অভ্যস্ত।
কিন্তু আজ…
আমি দেখলাম নিজের লেখা বই সেই প্ল্যাটফর্মেই আমাকে খুঁজে নিচ্ছে।
একটা অদ্ভুত ভালো লাগা,
একটা নীরব গর্ব,
আর একটা গভীর অনুভূতি কাজ করছিল মনে।
তাই আজ আমি ইচ্ছা করেই
অন্য কোনো প্রোডাক্ট না কিনে
👉 নিজের লেখা বইটাই অর্ডার করে দিলাম।
এই অনুভূতিটা ভাষায় বোঝানো কঠিন,
কিন্তু এই অভিজ্ঞতা আমাকে নতুন করে অনুপ্রাণিত করলো— আরও লিখতে,
আরও গভীরে যেতে,
আরও মানুষের জীবনে আলো পৌঁছে দিতে।
✨ এই বইটা আসলে কাদের জন্য?
এই বইটা তাদের জন্য—
যারা জীবনে অনেক কিছু হারিয়েছে
যারা ভেঙে পড়ে একাকীত্বে ডুবে আছে
যারা স্বপ্ন দেখেছিল, কিন্তু হাল ছেড়ে দিয়েছে
যারা আবার দাঁড়াতে চায়, কিন্তু পথ খুঁজে পাচ্ছে না
👉 এই বই কোনো গল্প নয়।
👉 এই বই একটা জাগরণ।
এই বই—
তোমার মেরুদণ্ড সোজা করবে
তোমার বিবেকবোধ জাগিয়ে তুলবে
অলসতা, ভয়, হতাশা থেকে বের করে আনবে
আর ধীরে ধীরে তোমাকে নিজের মতো করে নিজের কাছে ফিরিয়ে দেবে
আমি গভীর মনোযোগ, বাস্তব অভিজ্ঞতা আর মানুষের ভাঙা মন বোঝার চেষ্টা থেকেই
এই বইটা লিখেছি।
একটাই অনুরোধ—
যদি সত্যিই জীবনে কিছু বদলাতে চাও,
👉 এই বইটা পড়ে দেখো।
তুমি নিজেই বুঝতে পারবে।
🛒 বইটি এখান থেকে সংগ্রহ করতে পারো 👇
📌 Flipkart Link:
👉 (https://dl.flipkart.com/s/AgHh7kuuuN)
📌 Amazon Link:
👉 ( https://amzn.in/d/3xIBzSp)
📚BooksCamel: https://bookscamel.in/app/views/shop-details.php?id=823
📦 বইটি অনলাইনে অর্ডার করা যাচ্ছে
📖 নিজের জন্য, প্রিয়জনের জন্য—দু’ভাবেই উপহার দেওয়ার মতো
✍️ আমার পরিচয় (সংক্ষেপে):
আমি মোটিভেশনাল সুজয়
একজন—
✨ লেখক
🎤 মোটিভেশনাল ও পাবলিক স্পিকার
🧠 লাইফ কোচ
🔑 NLP Practitioner
💬 Counselling Psychologist
কিন্তু আমার সবথেকে বড় পরিচয়—
👉 আমি একজন লেখক,
যিনি মানুষের ভেতরের মানুষটাকে জাগাতে ভালোবাসি।
যদি এই লেখাটা তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়,
একটা ❤️ দিও,
কমেন্টে তোমার অনুভূতি লেখো,
আর চাইলে পোস্টটা শেয়ার করো—
হয়তো তোমার শেয়ার করা এই লেখাটাই
কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ভালোবাসা ও কৃতজ্ঞতা 💙
— সুজয় সাঁতরা
@highlight
#📗प्रेरक पुस्तकें📘 #📚कविता-कहानी संग्रह #😎मोटिवेशनल गुरु🤘 #👍 सफलता के मंत्र ✔️


