যতই করো হামলা,
আবার জিতবে বাংলা!
এই ডাক ১০ কোটি মানুষের সম্মিলিত গর্জন, যা প্রমাণ করে বাংলা কারোর চোখরাঙানির পরোয়া করে না, কোনও হুমকির সামনে মাথা নোয়ায় না এবং আত্মসম্মান বিসর্জন দিয়ে অপমান সয় না।
আসুন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একই পতাকার নিচে সমবেত হই এবং বজ্রকণ্ঠে শপথ নিই, ২০২৬ সালে আমাদের প্রিয় জন্মভূমি থেকে বিজেপিকে গণতান্ত্রিকভাবে উৎখাত করব।
বাংলার জয় নিশ্চিত। বাংলা জিতবেই।
#জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #তিন বাটি শুভেন্দু #জয় বাংলা #ছি:ছি: বিজেপি

