#🙂ভক্তি😊 ষটতিলা একাদশী ও মকর সংক্রান্তি — এক মহাপুণ্য যোগ 🪁🕉️
📅 ১৪ জানুয়ারি ২০২৬ | বুধবার
এবছর এক বিরল ও পুণ্যময় সংযোগ—
ত্যাগের ষটতিলা একাদশী ব্রত
উৎসবের মকর সংক্রান্তি (পৌষ সংক্রান্তি)
একই দিনে সংঘটিত হচ্ছে 🙏
🔸 একাদশী দিনে পিঠাপুলি ভোজন করবেন কি?
❌ না। একাদশী ব্রতদিনে পিঠাপুলি ভোজন করা যাবে না।
✅ ব্রতের পরদিন পারণের সময় গ্রহণ করবেন।
🔸 সংক্রান্তির বিধিনিয়ম পালন করা যাবে কি?
✅ হ্যাঁ, একাদশী ব্রত অক্ষুণ্ণ রেখে সংক্রান্তির সকল বিধি পালন করা যাবে।
🔸 কোন তিল উত্তম?
⚫ কালো তিল সর্বাধিক শুভ।
তিল দ্বারা স্নান, পূজা, অর্ঘ্য, দান এবং তিলের নাড়ু, পিঠা, সন্দেশ, পায়েস প্রভৃতি প্রস্তুত করা বিশেষ পুণ্যদায়ক।
🙏 সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ / বৈষ্ণব / মন্দিরে তিল দান করুন।
🍽️ ভোগ নিবেদন
বুধবার বা বৃহস্পতিবার (অথবা উভয় দিনেই)
তিলের নাড়ু, পিঠা, সন্দেশ, পায়েস প্রভৃতি
ভগবানকে নিবেদন করা যেতে পারে 🙌
🌞 মকর সংক্রান্তি মহাপুণ্য কাল
🇮🇳 ভারত: বিকেল ৩:১৩ – ৫:০২
🇧🇩 বাংলাদেশ: বিকেল ৩:৪৩ – ৫:৩২
🌊 গঙ্গাস্নানের মহাপুণ্য তিথি (বাংলাদেশ)
🕰️ বুধবার দুপুর ১:৩৮ ➝ বৃহস্পতিবার দুপুর ১:৩৮
👉 গঙ্গাসাগর যেতে না পারলে—
যেকোনো পবিত্র নদী/জলাশয়ে স্নান করুন
অথবা বাড়িতে স্নানের সময় ৩ বার “গঙ্গা” উচ্চারণ করুন।
🙏 আসুন সকলে মিলিতভাবে—
একাদশী ব্রত পালন,
ভগবানের সেবাপূজা,
হরিনাম জপ ও কীর্তন,
দান, শাস্ত্র অধ্যয়ন, তুলসী পূজন ও গঙ্গাস্নানের মাধ্যমে
ভগবানের বিশেষ কৃপাশীর্বাদ লাভ করি।
🙌 হরে কৃষ্ণ 🙏


