ShareChat
click to see wallet page
search
#✝️যীশু খ্রিষ্টের গল্প📘 ✨ যীশু খ্রিস্টের গল্প ✨ অনেক বছর আগে, বেথলেহেম নামে এক ছোট শহরে এক পবিত্র শিশুর জন্ম হয়। তাঁর নাম ছিল যীশু খ্রিস্ট। বলা হয়, তিনি ঈশ্বরের পুত্র, যিনি মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা ও সত্যের পথ দেখাতে পৃথিবীতে এসেছিলেন। যীশুর মা ছিলেন মেরি (মারিয়া) এবং তাঁর পালক পিতা যোসেফ। যীশুর জন্ম হয় একটি গোয়ালঘরে, কারণ তাঁদের থাকার জন্য কোনো জায়গা পাওয়া যায়নি। সেই রাতেই আকাশে উজ্জ্বল এক তারা দেখা যায়, যা দূর-দূরান্তের জ্ঞানী মানুষদের (মাগি) যীশুর কাছে নিয়ে আসে। যীশু বড় হয়ে মানুষের মাঝে ভালোবাসা ও শান্তির বাণী প্রচার করতে থাকেন। তিনি বলতেন— “পরকে নিজের মতো ভালোবাসো”, “শত্রুকেও ক্ষমা করো”। তিনি অসুস্থ মানুষকে সুস্থ করতেন, দুঃখীদের সান্ত্বনা দিতেন এবং সবাইকে ঈশ্বরের পথে চলার শিক্ষা দিতেন। তাঁর শিক্ষা অনেককে অনুপ্রাণিত করলেও, কিছু মানুষ তাঁকে ভয় পেতে শুরু করে। শেষ পর্যন্ত যীশুকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয় এবং তাঁকে ক্রুশে বিদ্ধ করা হয়। কিন্তু খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী, তিনি মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনরুত্থিত হন। এই পুনরুত্থান আশার প্রতীক—ভালোবাসা কখনো হার মানে না। আজও যীশু খ্রিস্টের শিক্ষা মানুষকে শান্তি, সহানুভূতি ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করে।
✝️যীশু খ্রিষ্টের গল্প📘 - ঘীশুখ্রিস্টের গল্স কদ্ানাল ব্রতিকর ববন্জভ বাহ ক্ষৃতিবাবব' शता्क নিজেচ ৫তোভ AGll গড ৫১ও फताकद्ना। ঘীশুখ্রিস্টের গল্স কদ্ানাল ব্রতিকর ববন্জভ বাহ ক্ষৃতিবাবব' शता्क নিজেচ ৫তোভ AGll গড ৫১ও फताकद्ना। - ShareChat