ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশে চলমান গভীর সংকট থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছে। শাসক মহল ইচ্ছাকৃতভাবেই বিষয়টি উপেক্ষা করার পথ বেছে নিয়েছে।
👉 বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদি: ০টি বিবৃতি
👉 বাংলাদেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ: ০টি বিবৃতি
👉 বাংলাদেশ নিয়ে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর: ০টি বিবৃতি
এই পরিস্থিতিতে কেন্দ্র যেখানে অসাড়তা ও নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছে, সেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত রাষ্ট্রনায়কসুলভ দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু কেন্দ্র সরকারকে পূর্ণ সহযোগিতা ও সমর্থনই জানাননি, বরং আগেভাগে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রসংঘের সঙ্গে আলোচনা করে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন, যাতে পরিস্থিতি স্থিতিশীল হয় এবং মানবিক বিপর্যয় আরও না বাড়ে।
এটাই দায়িত্বশীল নেতৃত্বের প্রকৃত রূপ—যেখানে রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে উঠে মানবজীবনকে অগ্রাধিকার দেওয়া হয়, আর বিভাজনের বদলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দেওয়া হয়। #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #ছি:ছি: বিজেপি #জয় বাংলা #তিন বাটি শুভেন্দু

