ShareChat
click to see wallet page
search
#💑তোমায় আমায় মিলে💕 #💑প্রেমের কবিতা✍️ #📝আমার লেখা কবিতা✍ #📜বঙ্গ সাহিত্য📜 #📝কবিতা 🖊
💑তোমায় আমায় মিলে💕 - তোমারে যে পাইবো তোমারে যে পাইবো, তারে আমি কইতে চাই-হাসনাহেনা, তোমার প্রিয় ফুল|  নীল তোমার প্রিয়় | তুমি আকাশ দেখতে ভালোবাস | দেখা করতে এলে - সে যেন তোমার লাইগা ফুল নিয়া আসে | রাস্তার ধারে রেশমী চুড়ি দেখলে - সে যেন তোমারে কিনা দেয় | তারে আমি কইতে চাই - তুমি মন ভুলা মানুষ / শাড়ি পরলে টিপ পরতে যাও | টিপ পরলে এক কানে দুল পরতে ভুলে যাও| সে যেন তার ভুলে মানিব্যাগে টিপের পাতা রাখে | বের হবার আগে সে যেন মনে করায় দেয় - দরজা লাগিয়ে এসো | তারে  আমি কইতে চাই - তুমি ভীষণ আদুরে | সে যেন   তোমারে আগলায় রাখে | তোমারে যেন দুঃখ না দেয় | মন খারাপ থাকলে সে যেন ব্যস্ত  হয়ে ওঠে | অস্থির হয়ে ওঠে | তোমারে কবিতা পড়ে শোনায় | তোমারে যে পাইবো, তারে আমি কইতে চাই - সে যেন শুধু তোমারেই ভালোবাসে | তোমারে বুকে রাখে | তোমার লাইগা = সে যেন দুঃখকে আগলে নেয়় | তবুও তোমারে যেন দুঃখী না করে | দুঃখ না দেয়! আমারে ছাইড়া যাইয়া, যদি তুমি সুখী না হও তবে তোমার লাইগা _- আমার  আফসোস হইবো! তোমারে যে পাইবো তোমারে যে পাইবো, তারে আমি কইতে চাই-হাসনাহেনা, তোমার প্রিয় ফুল|  নীল তোমার প্রিয়় | তুমি আকাশ দেখতে ভালোবাস | দেখা করতে এলে - সে যেন তোমার লাইগা ফুল নিয়া আসে | রাস্তার ধারে রেশমী চুড়ি দেখলে - সে যেন তোমারে কিনা দেয় | তারে আমি কইতে চাই - তুমি মন ভুলা মানুষ / শাড়ি পরলে টিপ পরতে যাও | টিপ পরলে এক কানে দুল পরতে ভুলে যাও| সে যেন তার ভুলে মানিব্যাগে টিপের পাতা রাখে | বের হবার আগে সে যেন মনে করায় দেয় - দরজা লাগিয়ে এসো | তারে  আমি কইতে চাই - তুমি ভীষণ আদুরে | সে যেন   তোমারে আগলায় রাখে | তোমারে যেন দুঃখ না দেয় | মন খারাপ থাকলে সে যেন ব্যস্ত  হয়ে ওঠে | অস্থির হয়ে ওঠে | তোমারে কবিতা পড়ে শোনায় | তোমারে যে পাইবো, তারে আমি কইতে চাই - সে যেন শুধু তোমারেই ভালোবাসে | তোমারে বুকে রাখে | তোমার লাইগা = সে যেন দুঃখকে আগলে নেয়় | তবুও তোমারে যেন দুঃখী না করে | দুঃখ না দেয়! আমারে ছাইড়া যাইয়া, যদি তুমি সুখী না হও তবে তোমার লাইগা _- আমার  আফসোস হইবো! - ShareChat