ভালোবাসে যত্ন করে রাখতে পারলে
মাটির কলসিও ধীরে ধীরে বর্ষীয়ান হয়।
তার গায়ে ফাটল পড়ে না,
কারণ তাকে কেউ আছড়ে ফেলে না—
হাতের তালুতে তুলে রাখে।
আর অযত্নে?
অযত্নে পাথরের দেয়ালও ভেঙে যায়।
কারণ কঠিন হওয়া মানেই চিরস্থায়ী হওয়া নয়,
যত্ন না থাকলে শক্ত জিনিসও
একদিন ধুলো হয়ে যায়।
ভালোবাসার একটা অদ্ভুত শক্তি আছে—
এটা কাউকে বেঁধে রাখে না,
তবু মানুষ থেকে যায়।
এটা জোর করে ধরে রাখে না,
তবু ছেড়ে যেতে মন চায় না।
আমি অনুজ এটা বুঝি—
ভালোবাসা মানে পাহারা দেওয়া নয়,
ভালোবাসা মানে এমন একটা নিরাপত্তা
যেখানে শ্বাস নিতে ভয় লাগে না।
যাকে ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়,
সে নষ্ট হয় না।
আর যে থাকতে চায় না,
তাকে হাজার চেষ্টা করেও
আটকে রাখা যায় না—
সেখানে শুধু সম্পর্ক নয়,
নিজেকেও হারাতে হয়।
ভালোবাসা জেলখানা নয়,
ভালোবাসা ঘর।
যে ঘরে আলো থাকে,
যে ঘরে সম্মান থাকে,
যে ঘরে নীরবতার মাঝেও
নিজের মতো করে থাকা যায়—
সেই ঘর ছেড়ে
খুব কম মানুষই চলে যায়।
তুমি একবার সত্যি করে
ভালোবেসে রেখেই দেখো—
কিছু মানুষ থেকে যায়
কলঙ্কের মতো।
মুছতে গেলেও মুছে না,
ভুলতে গেলেও ভুল হয় না।
আজীবন।
নিঃশব্দে।
গভীরভাবে।
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #যত্ন #সম্পর্কেরসত্য #অনুজেরলেখা #BoldThoughts #EmotionalWriting #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


