শীতের সকালের যাত্রা মানে কুয়াশা, শিশির ভেজা ঘাস আর মিষ্টি রোদের আমেজ, যা শরীর ও মনকে সতেজ করে তোলে। এই সময়ে বাইরে হাঁটলে বা জগিং করলে মনোযোগ বাড়ে, মানসিক চাপ কমে, এবং হার্ট ভালো থাকে, তবে অতিরিক্ত ঠান্ডায় সতর্ক থাকা প্রয়োজন। #😇আজকের Whatsappস্টেটাস 🙌 যাত্রা বা ভ্রমণের ক্ষেত্রে পর্যাপ্ত গরম পোশাক (মোজা, টুপি, মাফলার) । #📝মনের ডায়েরি ✍


