আগামী ২ জানুয়ারি, ২০২৬ থেকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও রাস্তায় নেমে সোচ্চার হবেন এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবেন। তাঁর একটাই লক্ষ্য, কোনও প্রকৃত ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনও বাঙালিকে যেন বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশের জন্য অপমানিত, ভীত বা হেনস্থার শিকার হতে না হয়।
নিচে সম্পূর্ণ রোডম্যাপ দেওয়া হল।
যতই করো হামলা,
আবার জিতবে বাংলা।
#জয় বাংলা #তিন বাটি শুভেন্দু #ছি:ছি: বিজেপি #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

