কঠিন…
দিন বলে দেয় সত্যি কথা—
কার হাসি আপন,
কারটা শুধু ব্যথার মুখোশ।
দিনের আলো খুব নিষ্ঠুর,
সে কাউকে ছাড় দেয় না।
রাত যেমন আড়াল করে নেয় চোখের জল,
দিন তেমন করে খুলে দেয় মানুষের মুখ।
যাদের হাসি সহজে আসে,
তাদের কষ্টের গভীরতা বোঝা যায় না।
আর যারা কম হাসে—
তাদের বুকের ভেতর জমে থাকে
অসংখ্য না-বলা গল্প,
অগণিত চেপে রাখা দীর্ঘশ্বাস।
এই জীবনটাই এমন—
সময় কারো হাত ধরে রাখে না,
শুধু আয়না ধরিয়ে দেয়।
কে পাশে ছিলো সুবিধায়,
আর কে রয়ে গেছে নিঃস্বতার দিনেও—
সব ধরা পড়ে যায়।
আমি অনুজ এটা বুঝি,
সব মানুষ খারাপ হয় না,
কিন্তু সব হাসি বিশ্বাসযোগ্যও নয়।
কিছু মানুষ ভালোবাসে শব্দে,
আর কিছু মানুষ ভালোবাসে নীরবে সহ্য করে।
দিন শেষে তাই বুঝে নিই—
যে হাসিটা দুঃখের দিনেও থাকে,
সেই মানুষটাই আপন।
বাকিগুলো শুধু সময়ের অভ্যাস,
ব্যথা হলে আলগা হয়ে যায়।
— অনুজ কুমার পাল
#কঠিন_বাস্তবতা #জীবনের_সত্য #নীরব_ব্যথা
#মিথ্যে_হাসি #দিনের_আলো #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


