কাউকে ভালোবাসতে না পারলে কখনো তার লাইফে এসো না...?ভালোবাসা সুন্দর কিন্তু সেটা কাউকে ঠকিয়ে না।
🔥 Caption
“যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো,
তাহলে তার জীবনে এসো না।
ভালোবাসা সুন্দর—
কিন্তু কাউকে ঠকিয়ে নয়।” 🥀
🧠 Description
ভালোবাসা মানে
শুধু কাছে আসা নয়,
দায়িত্ব নেওয়া।
কারো জীবনে এসে
তার স্বপ্ন, বিশ্বাস,
আর অনুভূতির সঙ্গে খেললে
সেটা ভালোবাসা থাকে না—
সেটা হয়ে যায় অন্যায়।
সবাই প্রেম করতে পারে,
কিন্তু সবাই প্রেম সামলাতে পারে না।
তাই যদি মন না থাকে,
ইচ্ছা না থাকে,
থাকার শক্তি না থাকে—
চলে যাওয়াই সবচেয়ে সৎ সিদ্ধান্ত।
ভালোবাসা সুন্দর,
কিন্তু সততার সাথে। 🖤
🚀 SEO Keywords
true love quotes bangla, relationship honesty, bangla reality quotes, love responsibility, emotional truth bangla, threads bangla quotes
#️⃣ Hashtags
#BanglaThreads #TrueLove #RelationshipTruth #HonestLove #EmotionalQuotes #RealityCheck #HeartTalk
💬 Engagement
👉 এই কথার সাথে একমত হলে 🖤 দিন
👉 কারো দরকার পড়বে মনে হলে শেয়ার করুন
@Biplab Roy #📃প্রেমপত্র📃 #💘প্রেমিক-প্রেমিকা💖 #😍আমার পছন্দের স্টেটাস😍 #💔একাকিত্ব জীবন💔 #🥰লাভ goals❤
00:11

