নিজের ভালোবাসার মানুষকে
অন্য কারো পাশে দেখার কষ্ট—
পৃথিবীর সব কষ্টকে হার মানায়।
কারণ ওই মুহূর্তে
শুধু একজন মানুষকে হারাই না,
ভেঙে পড়ে নিজের ভিতরে গড়ে তোলা একটা গোটা ভবিষ্যৎ।
যে স্বপ্নগুলো তাকে ঘিরে জন্ম নিয়েছিল,
যে বিশ্বাসগুলো নিঃশ্বাসের মতো আপন ছিল,
আর যে নিঃশব্দ অপেক্ষাগুলো
দিনের পর দিন অনুজ বুকে চেপে রেখেছিল—
সব একসাথে ধ্বংস হয়ে যায়।
সবচেয়ে ভয়ংকর ব্যাপারটা কী জানো?
ওই মানুষটা অন্য কারো পাশে হাসে,
আর তুমি দাঁড়িয়ে বোঝার চেষ্টা করো—
তোমার ভালোবাসায় কী কমতি ছিল,
নাকি এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসারই কোনো দাম নেই।
কিছু কষ্ট আছে
যেগুলো কাউকে বলা যায় না,
শুধু রাতের অন্ধকারে
নিজের ভাঙা বিশ্বাসের সঙ্গে বসে থাকা যায়।
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #নীরবকষ্ট #অপূর্ণস্বপ্ন #একতরফাভালোবাসা #হৃদয়েরব্যথা #অনুজেরলেখা #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
![🎁 ShareChat Rewards⭐ - নিজের ভালোবাসার মানুষকে l Orends] অন্য কারো পাশে দেখার কষ্ট, পৃথিবীর সব কষ্টকে হার মানায়, কারণ ওই মুহূর্তে শুধু একজন মানুষকে হারাই না, হারিয়ে যায় নিজের স্বপ্ন, বিশ্বাস আর নিঃশব্দ অপেক্ষাগুলোও. 5 নিজের ভালোবাসার মানুষকে l Orends] অন্য কারো পাশে দেখার কষ্ট, পৃথিবীর সব কষ্টকে হার মানায়, কারণ ওই মুহূর্তে শুধু একজন মানুষকে হারাই না, হারিয়ে যায় নিজের স্বপ্ন, বিশ্বাস আর নিঃশব্দ অপেক্ষাগুলোও. 5 - ShareChat 🎁 ShareChat Rewards⭐ - নিজের ভালোবাসার মানুষকে l Orends] অন্য কারো পাশে দেখার কষ্ট, পৃথিবীর সব কষ্টকে হার মানায়, কারণ ওই মুহূর্তে শুধু একজন মানুষকে হারাই না, হারিয়ে যায় নিজের স্বপ্ন, বিশ্বাস আর নিঃশব্দ অপেক্ষাগুলোও. 5 নিজের ভালোবাসার মানুষকে l Orends] অন্য কারো পাশে দেখার কষ্ট, পৃথিবীর সব কষ্টকে হার মানায়, কারণ ওই মুহূর্তে শুধু একজন মানুষকে হারাই না, হারিয়ে যায় নিজের স্বপ্ন, বিশ্বাস আর নিঃশব্দ অপেক্ষাগুলোও. 5 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_608135_849b7f6_1767677606765_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=765_sc.jpg)

