দেখামাত্রই থমকে গেল মন… 🌙
নিস্তব্ধ রাতের আকাশে ভাসমান চাঁদটি ধীরে ধীরে এসে যখন মহাদেবের শিবলিঙ্গের শিখরে মিলিয়ে গেল, তখন সেটা আর শুধু দৃশ্য নয়—হয়ে উঠল বিশ্বাসের জীবন্ত নিদর্শন। মনে হলো, স্বয়ং চন্দ্রদেবই যেন তাঁর প্রকৃত স্থান চিনে নিয়ে ভোলানাথের মস্তকে বিরাজ করলেন। 🕉️
এই মুহূর্ত চোখে পড়লে যুক্তি থেমে যায়, শুধু ভক্তিই কথা বলে… আর হৃদয় থেকে একটাই ধ্বনি ওঠে—
হর হর মহাদেব 🙏✨
#everyoneシ゚ #nonfollowersviewers #followersシ゚ #everyonefollowers #highlight #explorepage
#🔱ওম নম: শিবায়🙏 #Reality Of Life #har har mahadev #হর হর মহাদেব #শুভ রাত্রি


