নিচে ৬ ধরনের জনপ্রিয় সস খুব সহজে ঘরে তৈরির সম্পূর্ণ রেসিপি দিলাম — আপনার ফুড/রান্নার পেজে পোস্ট করতেও পারবেন।
⭐ ১. টমেটো সস (Tomato Sauce)
উপকরণ
টমেটো – ১ কেজি
চিনি – ½ কাপ
ভিনেগার – ½ কাপ
লবণ – ১ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়া – ১ চা চামচ
প্রস্তুত প্রণালী
1. টমেটো কেটে জলে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন।
2. ছেঁকে আবার কড়াইতে নিন ও জ্বাল দিন।
3. চিনি, লবণ, ভিনেগার, লঙ্কা গুঁড়া দিন।
4. ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।
⭐ ২. গ্রিন চিলি সস (Green Chili Sauce)
উপকরণ
সবুজ লঙ্কা – ২০০ গ্রাম
রসুন – ৮–১০ কোয়া
ভিনেগার – ৩ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
প্রস্তুত প্রণালী
1. লঙ্কা সেদ্ধ করে ব্লেন্ড করুন।
2. রসুন, লবণ, ভিনেগার মিশিয়ে জ্বাল দিন।
3. ঘন হয়ে এলে ঠান্ডা করুন।
⭐ ৩. রেড চিলি সস (Red Chili Sauce)
উপকরণ
শুকনো লাল লঙ্কা – ১৫–২০ টি (ভিজিয়ে নরম করুন)
রসুন – ৫–৬ কোয়া
ভিনেগার – ২ টেবিল চামচ
চিনি – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
প্রস্তুতি
1. লাল লঙ্কা ভিজিয়ে ব্লেন্ড করুন।
2. রসুন, চিনি, লবণ মেশান।
3. ভিনেগার দিয়ে জ্বাল দিন।
⭐ ৪. সয় সস (Soy Sauce) – ঘরোয়া
উপকরণ
সয়াবিন – ১ কাপ
পানি
লবণ – ২ টেবিল চামচ
প্রস্তুতি
1. সয়াবিন সেদ্ধ করে বেটে নিন।
2. পানি ও লবণ দিয়ে ১ ঘণ্টা জ্বাল দিন।
3. ছেঁকে বোতলে ভরে রাখুন।
(ঘরে বানানো সয় সস বাজারের মতো গাঢ় হবে না, তবে স্বাদ খুব ভাল হয়)
⭐ ৫. চিলি গার্লিক সস
উপকরণ
কাঁচা লঙ্কা – ১৫ টি
রসুন – ৮–১০ কোয়া
চিনি – ১ চা চামচ
ভিনেগার – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
প্রস্তুতি
সব উপকরণ ব্লেন্ড করে ৫ মিনিট জ্বাল দিন। ঘন হলেই প্রস্তুত।
⭐ ৬. সিজনিং হোয়াইট সস (White Sauce)
উপকরণ
মাখন – ২ টেবিল চামচ
ময়দা – ২ টেবিল চামচ
দুধ – ১ কাপ
লবণ, গোলমরিচ – স্বাদমতো
প্রস্তুতি
1. প্যানে মাখন গলিয়ে ময়দা ভাজুন।
2. দুধ ঢেলে নেড়ে ঘন করুন।
3. লবণ, গোলমরিচ দিন। #smcoking #food #recipe #cooking #🥘আমার বেস্ট রান্নার রেসিপি😋


