মাইকেল জ্যাকসন, রানি এলিজ়াবেথের মতো জনপ্রিয়তা জ়ুবিনের, তিনি বলছিলেন আমার মৃত্যুর পর সারা ভারতবাসী না হলেও সারা অসম সাতদিন শোক পালন করবে।
আর সত্যি তাকে মানুষ এত ভালোবাসতো তার প্রমাণ এই রেকর্ড।
প্রায় ১৭ লাখ এর বেশি মানুষ জুবিন কে শেষবার দেখার জন্য রাস্তায় নেমেছিল। যেটা ভারতে এর আগে কোনোদিন দেখা যায়নি।
যদিও উত্তম কুমার, রবীন্দ্রনাথ মারা যাবার পরে প্রচুর মানুষ রাস্তায় নেমেছিল কিন্তু সঠিক কতজন সেটা জানা যায় না।
অনুরাগীর সংখ্যাতেই নজির গড়েছে জ়ুবিনের শেষযাত্রা। তালিকায় সবার উপরে রয়েছেন মাইকেল জ্যাকসন, দ্বিতীয় নম্বরে রয়েছেন পোপ ফ্রান্সিস, তিন নম্বরে রয়েছে ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়। চতুর্থ নম্বরে ভারতের জ়ুবিন। We Will Miss you Sir ☮️🙏🏻Om Shanti 🌼🙏🏻 #life hurts 💔🥺 #miss you #jubin garg #RIP 😭 #প্রয়াত সংগীতশিল্পী জুবিন গর্গ 😭 #🙏দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ🙏


