
জগদ্ধাত্রীমা/Jagaddhatrimaa on Instagram: "খড়িয়প শশ্মানকালী পূজা ১৪৩২ অগ্রাহয়ন মাসের অমাবস্যা যার আরেক নাম মার্গশীর্ষ অমাবস্যা নামেও পরিচিত। হাওড়া জেলার আমতার খড়িয়প গ্রামে আজ থেকে ২০২ বছর আগে থেকে পূজিত হয়ে আসছেন খড়িয়প শশ্মানকালী মা, এই পুজো হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজো । হাওড়া জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কালীপুজোকে ঘিরে মেতে উঠেছে আমতার খড়িয়প গ্রাম । বুধবার রাতের অমাবস্যায় অনুষ্ঠিত হল খড়িয়প গ্রামের শ্মশান কালীপুজো । উদ্যোক্তারা জানিয়েছেন, এবার এই পুজোর ২০২ তম বর্ষ । ঐতিহ্যবাহী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে হাওড়া জেলার গ্রামীণ সংস্কৃতি, আবেগ ও ইতিহাস । কথিত আছে, দু'শো বছর আগে খড়িয়প গ্রামের জমিদার বাড়ির অন্যতম সদস্য বৈদ্যনাথ বসু স্বপ্নাদেশ পান । বৈদ্যনাথ বসু ও কাশীনাথ বসুর উদ্যোগে শুরু হয় মা কালীর আরাধনা । তৎকালীন সময়ে মহামারী রুখতে মায়ের আরাধনা শুরু হয় । খড়িয়প শশ্মানকালী পূজা 2025 খড়িয়প, আমতা। 📷 Akash saha [ Kalipuja, kalipujo, kalimaa, maa, makali, maakali, jaimaakali, joymaakali, khariyap, amta, howrah, kalipuja 2025] ' ' ' ' ' #kalipuja #kalipuja2025 #kalimaa #maakali #reelsinstagram #viral #trendingreels #reelsfb #everyone #amta"

