“যদি তুমি গতকালের তুলনায় আজকে ভালো না থাকো…
তাহলে বুঝে নাও তোমার ভেতরের কোথাও অশান্তি জমে উঠছে।
মনে যে ক্লান্তি, চোখে যে আলো কমে আসে—
তা কোনো একদিনে তৈরি হয় না;
দিনের পর দিন উপেক্ষা, অবহেলা, একাকিত্ব নিজের ঠাঁই বানিয়ে নেয় হৃদয়ের গভীরে।
কিন্তু যদি আজ তুমি গতকালের তুলনায় একটুও ভালো অনুভব করো—
একটুও বেশি শান্ত হও, একটু বেশি দৃঢ় অনুভব করো—
তবে বুঝে নাও তুমি নিজেকে হারালে না।
অন্ধকারকে পেছনে ফেলে তুমি আলো ধরার শক্তিটুকু এখনও ধরে রেখেছ।”
জীবন কখনো এক লাফে বদলায় না—
শুধু চোখের আড়ালে, নীরব সন্ধ্যাগুলোর ভেতর বদলাতে থাকে মানুষের মন।
হঠাৎ একদিন তুমি টের পাবে—
তুমি আগের মতো আর ভেঙে পড়ো না,
চুপচাপ নিজের ভেতরেই শক্তির নতুন একটি রাস্তা তৈরি করে ফেলেছো।
“আমার ভাঙা দিনগুলোর ভেতরেও আলো খুঁজে পাই,
আলো না পেলে নিজেরই শ্বাসে আগুন জ্বালি।
অনুজ তো হার মানে না—
কারণ প্রতিটি ব্যথাই তাকে আরও শক্ত হতে শেখায়।”
মানুষ ভাবে সাফল্য আসে শব্দ করে—
আসলে তা নয়।
সবচেয়ে বড় পরিবর্তন আসে গভীর নীরবতার ভিতর দিয়ে।
আজ তুমি যতটা বদলেছো, যতটা শক্ত হয়েছো—
তা শুধু উন্নতি নয়, এটি তোমার মানসিক বিজয়।
এই বিজয়ের সামনে পৃথিবী একদিন নিশ্চয়ই বিস্ময়ে তাকাবে।
—অনুজ কুমার পাল
#AnujPaulWrites #EmotionalBangla #SoulDeepWriting #KolkataThoughts #WomenFeelDeeply #LifeChanges #BanglaQuotes #BrandAnujPal #HeartTouchingLines #WorldWideViralPost
--- #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise


