🌤️ “ভোরের আলোয় তুমি” 🌤️
ভোরের আলোয় যখন জেগে ওঠে পাখি,
তোমার হাসি মনে পড়ে—নরম, শান্ত, ভালোবাসি।
শিশির ভেজা ঘাসে পা রাখলে মনে হয়,
পৃথিবী যেন নতুন করে বাঁচতে চায়।
তোমার চোখে লুকিয়ে থাকে নদীর নীল ধারা,
তোমার কথায় বাজে মিষ্টি সুরের সারা।
তুমি এলে ঝরার ফুলও হাসতে শেখে,
নির্জন মনেও রঙ ছড়ায় মেঘে মেঘে।
তোমার ছোঁয়ায় দিন হয় কবিতা,
তোমার নীরবতায় লুকায় গভীর ব্যথা।
তবু তোমাকে ছাড়া ভাবতে পারি না,
তুমি যেন ভোরের আলো—আমার প্রাণের গহীনা। #📸ফোটোগ্রাফি টিপ্স ও ট্রিক্স✨ #🥰লাভ goals❤ #😍আমার পছন্দের স্টেটাস😍 #😍 Love Art 😍 #🌄প্রকৃতি ও পশু-পাখি প্রেমী🐕


