##annapurnamuhim
এক সন্তের দয়া, ডুবন্ত গ্রামের ভরসা – ৩০০০ একর ফসল আর ২০–২৫টি বাড়ি জলের নিচে ডুবে গিয়েছিল। বধাবড় গ্রাম তখন হতাশায় ছিল। কিন্তু সন্ত রামপাল জী মহারাজের সাহায্য তাদের জন্য নতুন জীবন নিয়ে এল। এটি সেই বিশ্বাসের গল্প যা প্রমাণ করে – যখন একজন পূর্ণ সন্ত পাশে থাকেন, তখন কোনো বিপদই বড় হয়ে ওঠে না।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
এক সন্তের দয়া, ডুবন্ত গ্রামের ভরসা – ৩০০০ একর ফসল আর ২০–২৫টি বাড়ি জলের নিচে ডুবে গিয়েছিল। বধাবড় গ্রাম তখন হতাশায় ছিল। কিন্তু সন্ত রামপাল জী মহারাজের সাহায্য তাদের জন্য নতুন জীবন নিয়ে এল। এটি সেই বিশ্বাসের গল্প যা প্রমাণ করে – যখন একজন পূর্ণ সন্ত পাশে থাকেন, তখন কোনো বিপদই বড় হয়ে ওঠে না।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
প্রার্থনা সকালবেলায়, সাহায্য সন্ধ্যায়! বধাবড় গ্রাম যখন সকালে সাহায্যের আবেদন করল, তখন তারাও বিশ্বাস করতে পারেনি যে, সন্ধ্যা হতেই ত্রাণ সামগ্রী তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে। ১২ ঘণ্টারও কম সময়ে সন্ত রামপাল জী মহারাজ ৩০০০ ফুট পাইপ, ৫টি শক্তিশালী মোটর এবং ২টি সাবমার্সিবল পাম্প পাঠিয়ে প্রমাণ করলেন যে, সত্যিকারের সেবায় এক মুহূর্তও দেরি হয় না।
🙏🙏🙏🙏🙏🙏🙏


