ShareChat
click to see wallet page
search
#শ্রীমৎ ভাগবত গীতা #শ্রীমত ভাগবত গীতা 🙏 #💓জয় গীতা 🙏❤🕉 #জয় শ্রী কৃষ্ণ #🙏🙏🙏জয় শ্রী কৃষ্ণ🙏🙏🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 #জয়_শ্রী_কৃষ্ণ_challenge ⛳❤️🚩 #জয়_গীতা_challenge ⛳🌿🚩 আজ ২১ আশ্বিন বুধবার 08/10/2025 *•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••* #শ্রীমদ্ভগবদগীতা #সাংখ্য_যোগ ( ১০৯,১১০ ) #দ্বিতীয়_অধ্যায় : - ২ #শ্লোক : - ৬৩,৬৪ #গীতার_দ্বিতীয়_অধ্যায় #শ্লোক_নম্বর : - ৬৩,৬৪ 🌿🌿🌿 ওঁ তৎ সৎ🙏🏻🙏 #দ্বিতীয়_অধ্যায় #শ্লোক_৬৩ क्रोधाद्भवति संमोहः संमोहात्स्मृतिविभ्रमः । स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात्प्रणश्यति ।।२.६३।। ক্রোধাদ্ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ । স্মৃতিভ্রংশাদ্ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি ।।২.৬৩।। #অনুবাদ : - ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃুতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় । অর্থাৎ, মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধঃপতিত হয় । #সারাংশ : - ভগবদ্ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে, সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায় । যারা ভগবত্তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড় বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না । #শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তিভরে যা কিছু নৈবেদ্য তাঁকে নিবেদন করা হয়, তা তিনি ভোজন করেন । তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদরূপে তা গ্রহণ করেন । এভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবৎ-প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোন সম্ভাবনা থাকে না । ভগবদ্ভক্ত কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু অভক্ত তা জড় জ্ঞানে পরিত্যাগ করে । তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না; সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড় জগতের আবর্তে পতিত হয় । তাই এই সমস্ত জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবদ্ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয় । ✧════════•❁❀❁•════════✧ #দ্বিতীয়_অধ্যায় #শ্লোক_৬৪ रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् । आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति ।।२.६४।। রাগদ্বেষবিমুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরন্ । আত্মবশ্যৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি ।।২.৬৪।। #অনুবাদ : - সংযতচিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে, তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবদ্ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন । #সারাংশ : - ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে, কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও, ভগবানের দিব্যসেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে । যদিও ভগবানের ভক্তকে আপাতদৃষ্টিতে ইন্দ্রিয়পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের প্রতি নির্মল ভক্তিলাভ করার ফলে ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপের প্রতি তাঁর কোন আসক্তি থাকে না । ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে, কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন; এ ছাড়া আর কোন বিষয়েই তিনি চিন্তা করেন না । তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত । শ্রীকৃষ্ণ চাইলে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন, আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তাঁর নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্মও পরিত্যাগ করেন । তাই কৃষ্ণভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তাঁর কর্তব্যকর্ম সম্পাদন করেন বলে তাঁর নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন । এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে, যা ভগবদ্ভক্ত ইন্দ্রিয়পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন । ( প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতার ১ টি করে শ্লোক পড়তে এই পেজটির সাথে থাকুন ।) *─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─* *•••••••••┈┉━❀❈🙏🏼🌼🙏🏼❈❀━┉┈•••••••••* #হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে ! #হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । । 🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏 🙏 #রাধে_রাধে 🙏 ∙──༅༎ Hare Krishna 🙏༎༅──
শ্রীমৎ ভাগবত গীতা - $&8 $&8 - ShareChat