সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নেমেছিল।
পুরো শহরটা যেন ভিজে যাচ্ছিল, কিন্তু নীলার মনে হচ্ছিল — সে যেন আরও বেশি একা হয়ে যাচ্ছে।
বৃষ্টি পড়লেই তার মনে পড়ে রাফির কথা।
রাফি, যে একসময় তার প্রতিদিনের সকাল ছিল, তার হাসির কারণ ছিল।
দু’জন একসাথে কলেজ যেত, একই ছাতার নিচে হেঁটে যেত।
রাফি সবসময় বলত,
> “তুই যদি কখনো হারিয়ে যাস, আমি বৃষ্টির গন্ধে তোকেই খুঁজে নেব।”
আজও নীলা সেই গন্ধ পায়,
কিন্তু পাশে রাফি নেই।
একটা ছোট ভুল বোঝাবুঝি,
একটু অভিমান —
তারপর দু’জনের দূরত্বটা এত বেড়ে গেল যে
বৃষ্টি এলেও আর কেউ ছাতা ধরতে আসে না।
নীলা এখনো জানালার পাশে বসে, বৃষ্টি পড়ে —
আর ফিসফিস করে বলে,
> “রাফি, তুই যদি আজও কোথাও থাকিস,
মনে রেখিস, বৃষ্টির গন্ধ এখনো তোর নামেই ভিজে যায়।” #🌄প্রকৃতি ও পশু-পাখি প্রেমী🐕 #😍 Love Art 😍 #📸ফোটোগ্রাফি টিপ্স ও ট্রিক্স✨


