ShareChat
click to see wallet page
search
অচেনা চিঠি শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া ছোট্ট শহরটা। রিয়া প্রতিদিনের মতো তার বাড়ির সামনের ডাকবাক্সে চিঠি দেখতে গেল। সাধারণত বিল আর খবরের কাগজ ছাড়া কিছু থাকে না। কিন্তু আজ একটা হাতে লেখা খাম পড়ে আছে, কোনো নাম-ঠিকানা ছাড়াই। কৌতূহলী হয়ে খামটা খুলতেই ভেতরে একটা ছোট্ট চিঠি: "তোমার হাসি দেখলে আমার দিনটা রঙিন হয়ে ওঠে। আমি দূর থেকে তোমাকে দেখি, কিন্তু কাছে আসার সাহস হয় না। তুমি কি কখনো আমার দিকে তাকিয়েছ?" রিয়ার মুখে হাসি ফুটল। কে লিখেছে এটা? তার চারপাশের মানুষদের দিকে সে নতুন করে খেয়াল করতে লাগল। পাশের বাড়ির শান্ত ছেলেটা আরিফ, যে প্রতিদিন সকালে বাগানে ফুলের যত্ন নেয়। নাকি কফিশপের সেই লাজুক ওয়েটার, যে রিয়ার অর্ডার নেওয়ার সময় মুখ লাল করে ফেলে? পরের দিন আরেকটা চিঠি এলো: "তোমার কালো চশমাটা তোমাকে আরো সুন্দর করে। তুমি কি জানো, তুমি যখন বই পড়ো, আমি তোমার চোখের ঝিলিক দেখি?" রিয়ার মনের ভেতর একটা ঝড় উঠল। সে ঠিক করল, এই রহস্যের শেষ দেখতে হবে। সে প্রতিদিন লক্ষ্য করতে লাগল কে চিঠি রাখছে। একদিন ভোরে, কুয়াশার মধ্যে, সে দেখল আরিফ তার বাড়ির সামনে এসে দ্রুত কিছু রেখে চলে গেল। রিয়া দৌড়ে গিয়ে ডাকবাক্স খুলল—আরেকটা চিঠি। সেদিন বিকেলে রিয়া আরিফের বাগানে গিয়ে দাঁড়াল। আরিফ লজ্জায় মাটির দিকে তাকিয়ে। রিয়া হেসে বলল, "তোমার চিঠিগুলো আমার দিন রঙিন করে দিয়েছে। তুমি কেন কাছে আসো না?" আরিফ মাথা তুলে বলল, "ভয় ছিল, তুমি হয়তো হাসবে। তুমি তো এত সুন্দর, আর আমি..." রিয়া তার কথা থামিয়ে বলল, "তোমার চিঠির মতো সুন্দর মন আমি আর কোথাও দেখিনি।" সেই শীতের কুয়াশায় দুজনের হাসি মিলে গেল। আরিফের লাজুক চিঠি থেকে শুরু হলো তাদের ভালোবাসার গল্প, যা কখনো শেষ হওয়ার নয়। #🥰লাভ goals❤ #💔একাকিত্ব জীবন💔 #📃প্রেমপত্র📃 #😍আমার পছন্দের স্টেটাস😍
🥰লাভ goals❤ - ShareChat