ShareChat
click to see wallet page
search
#জয় শ্রীকৃষ্ণ #জয় শ্রী কৃষ্ণ #🙏🙏🙏জয় শ্রী কৃষ্ণ🙏🙏🙏 #কৃষ্ণ #রাধা কৃষ্ণ ভক্ত ও অভক্ত দুই শ্রেণীর লোকই তো কষ্ট পাচ্ছে । তাহলে ভক্ত হয়ে লাভ কি ? কষ্ট পেলেও ভক্তরা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে অন্তিমে কৃষ্ণধামে উপনীত হবে । অভক্তরা এই দুঃখময় জগতেই থাকবে । ভক্তদের ক্ষেত্রে ভগবান বলছেন, আমার প্রসাদে সমস্ত দুর্গতি থেকে ভক্ত উদ্ধার পাবে । আমার ভক্তরা বিনষ্ট হয় না । অভক্তরা জন্ম-মৃত্যুর দুঃখময় ভবচক্রে বারংবার ঘুরতে থাকবে । কিন্তু ভক্তদের ঘুরতে হবে না । অভক্তরা কর্মফল ভোগের জন্য এই জড় জগতে আবদ্ধ থাকবে । কিন্তু ভক্তরা কিঞ্চিত কর্মফল ভুগতে থাকলেও অচিরে কর্মবদ্ধনমুক্ত হয়ে ভগবদ্ ধামে উপনীত হতে পারবে । শ্রীব্রহ্মসংহিতায় ৫/৫৬ বলা হয়েছে । ইন্দ্রগোপ আদি ক্ষুদ্র কীট হোক কিংবা দেব তাদের রাজা ইন্দ্র হোক, কর্মমাগি সকলকেই যিনি পক্ষপাতশুণ্য হয়ে তাদের নিজ নিজ কর্মবন্ধনের অনুরূপ ফল ভাজন করছেন অথচ আশ্চর্যের বিষয় এই যে, ভক্তদের কর্মসমূহ সমূলে তিনি দহন করছেন, সেই আদি পুরুষ গোবিন্দ কে আমি ভজনা করি । #হরে_কৃষ্ণ 🌷🌿👣🥰🙏
জয় শ্রীকৃষ্ণ - S&B S&B - ShareChat