🌸 তুমি আমার দিকে চেয়ে দেখো... 🌸
তুমি যদি একবার আমার দিকে তাকাও,
তোমার সেই দৃষ্টি যদি আমার ভিতর থেকে আরও ভিতরে পৌঁছে যেতে পারে,
তবে তুমি দেখবে—
আমার হৃদয়ের প্রতিটি কোণায় তোমার নামেরই প্রতিধ্বনি।
আমার ভিতরে এক অদ্ভুত নীরব শহর আছে,
যেখানে রাস্তাগুলো তোমার দিকে যায়,
যেখানে বাতাসের প্রতিটি কণা তোমার গন্ধে ভরে থাকে,
যেখানে প্রতিদিন সূর্য ওঠে শুধু তোমার মুখ দেখার জন্য।
আমি ভালোবাসাকে কোনো রূপে বেঁধে রাখতে জানি না,
তবে আমি জানি—যাকে ভালোবাসি,
তাকে হারিয়ে ফেলার ভয়েই আমি বেঁচে থাকি।
আমার ভালোবাসা কোনো দাবির নয়,
এটা এমন এক নীরব সঙ্গ,
যেখানে শব্দেরও প্রয়োজন হয় না,
কারণ আমি বিশ্বাস করি, অনুভূতিই সবচেয়ে গভীর ভাষা।
তুমি যদি জানতে,
কেউ কীভাবে কাউকে এইভাবে ভালোবাসতে পারে—
যেখানে দূরত্বও হার মানে,
নীরবতাও কথা বলে,
আর এক ফোঁটা স্মৃতিও পরিণত হয় বেঁচে থাকার কারণ!
আমি অনুজ,
আমার ভালোবাসা দেখানো যায় না—
এটা শুধু অনুভব করা যায়,
যেভাবে সন্ধ্যার হাওয়া গায়ে লাগে অথচ চোখে দেখা যায় না।
যদি কোনোদিন কেউ আমার হৃদয় খুলে পড়তে চায়,
তবে সে দেখবে,
সেখানে শুধু একটাই নাম লেখা—
তুমি।
আর সেই নামের নিচে ছাপা থাকবে আমার সমস্ত জীবন,
সমস্ত অপেক্ষা, সমস্ত প্রেম।
কারণ আমি ভালোবাসাকে কল্পনা নয়,
অস্তিত্ব বলে মনে করি।
আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক,
আমি শুধু চাই কেউ একবার বুঝে ফেলুক—
আমি ভালোবাসতে জানি,
তাকে হারিয়েও।
— ✍️ অনুজ কুমার পাল
#অনুজেরকলমে #BengaliLoveWriting #HeartfeltThoughts #LoveWithoutEgo #EmotionalSoul #AnujKumarPaul #LovePhilosophy #HeartTouchingLines #EmotionalConnection #বাংলালেখা #SoulfulWriting #অনুভবেরভালোবাসা #DeepLove #HeartOfAnuj
#Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭


