💭 কিছু মানুষ অনেক সময় বলে — ‘জীবনে আর কখনো কাউকে ভালোবাসবো না…’
আসলে এটা কোনো দৃঢ় প্রতিজ্ঞা নয়,
এটা এক ধরনের সা’ন্ত্ব’না — নিজের জন্য, নিজের ভাঙা হৃদয়ের জন্য। 💔
ভালোবাসার মানুষটা যখন দূরে চলে যায়,
তখন কেউ চিৎকার করে না, কেউ কান্না দেখায় না…
বরং মনটা চুপচাপ বলে — “আর কাউকে ভালোবাসবো না।”
এই কথাটার ভেতরেই লুকিয়ে থাকে হাজারো না বলা ব্যথা।
কারণ মানুষ জানে —
সে আসলে ভালোবাসা ছাড়া বাঁচতে পারবে না,
তবুও নিজেকে বোঝায় যেন পারে…
যেন নিজের দুঃখটা একটু হলেও হালকা হয়।
— “অনুজ” জানে,
যারা একবার সত্যিকারের ভালোবেসেছে,
তারা কখনো আর পুরোপুরি কাউকে ভুলে যেতে পারে না।
তারা শুধু নীরবে বেঁচে থাকে সেই পুরনো ভালোবাসার ছায়ায়,
যেখানে প্রতিটি হাসির আড়ালে একটু না বলা কান্না লুকিয়ে থাকে… 🌙
ভালোবাসা শেষ হয় না,
শুধু তার রূপ পাল্টে যায় —
হাসি থেকে নীরবতায়,
আর স্মৃতি থেকে নিঃশব্দ প্রার্থনায়। 🌸
— ✍️ অনুজ কুমার পাল
#ভালোবাসা #অনুভূতি #নীরবতা #মন #ভাঙাহৃদয় #অনুজ #AnujKumarPaul #Heartfelt #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭


