ShareChat
click to see wallet page
search
আজ বিশ্বকর্মা পূজা 🙏শুধু কারখানার মেশিন বা যন্ত্রের দেবতা নন, বিশ্বকর্মা দেব হলেন সমগ্র বিশ্বসৃষ্টির স্থপতি।। পুরাণে বলা আছে—"বিশ্বের প্রতিটি দেবমন্দির, প্রতিটি দেবমূর্তি, প্রতিটি মহাশিল্প" তাঁর হাতেরই সৃষ্টি।। কিন্তু জানেন কি??জগন্নাথ পুরীধামের জগন্নাথদেবের মূর্তির সাথেও বিশ্বকর্মা দেবের অমোঘ সম্পর্ক আছে!! 🔹স্কন্দ পুরাণ ও ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে— রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবান জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করতে চাইলেন।। তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মা বৃদ্ধ কাঠমিস্ত্রির রূপ নিয়ে বিগ্রহ নির্মাণের দায়িত্ব নিলেন।। 🔹 শর্ত ছিল—যতদিন দরজা বন্ধ থাকবে, কেউ ভেতরে উঁকি দেবে না।। কিন্তু রানি কৌতূহলী হয়ে আগে দরজা খুলে ফেললেন।। ফলস্বরূপ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অপূর্ণ বিগ্রহ তৈরি হলো।। এ কারণেই আজও জগন্নাথদেবের বিগ্রহে হাত-পা সম্পূর্ণ নেই— 👉 কারণ সেটি বিশ্বকর্মা দেবের অসমাপ্ত মহাশিল্প!! 🔴জগন্নাথ পুরীধামে বিশ্বকর্মা দেবের মাহাত্ম্য: 🔸 আজও নবরাত্রির সময় জগন্নাথদেবের "নবকলেবর" উৎসবে নতুন কাঠের বিগ্রহ গড়া হয়।। সেই কাজে বিশ্বকর্মা দেবকে প্রথমে পূজা করা হয়।। কারণ, তিনিই একমাত্র দিব্য স্থপতি, যিনি ভগবানের দেহ নির্মাণের অধিকারী।। 🔸 জগন্নাথধামের প্রতিটি রথযাত্রার সময়ও বিশ্বকর্মার নাম উচ্চারিত হয়।। কারণ, তিনিই ভগবানের রথের নির্মাতা রূপে পূজিত হন।। 🔴 আজকের শিক্ষা: 👉 মেশিন, শিল্প, কারখানা, ইঞ্জিনিয়ারিং—সবকিছুই বিশ্বকর্মার কৃপায় চলে।। 👉 আবার ভগবানের সেবা, মন্দির নির্মাণ ও জগন্নাথধামের মতো আধ্যাত্মিক স্থানও তাঁর হাতেই গড়া।। তাই আজকের দিনে আমরা সবাই প্রার্থনা করি— “হে বিশ্বকর্মা দেব, আমাদের কর্মশক্তিকে জগন্নাথসেবার জন্য ব্যবহার করার যোগ্যতা দাও।।” জয় জগন্নাথ ❤️জয় বিশ্বকর্মা দেব🙏🏻 পোস্টটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে বিশ্বকর্মা দেব ও জগন্নাথ পুরীর মহামিলন কাহিনি🙏- #শুভ বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা #🌸বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ২০২৫🙏 #🛠️বিশ্বকর্মা পুজো Status🌼 #🙂সনাতন ধর্ম🙏 #শুভ সন্ধ্যা
শুভ বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা - 9 Desi girl subhra 9 Desi girl subhra - ShareChat