দামোদর মাসের আর মাত্র কিছু দিন বাকি…🪔
যেমন গ্রীষ্মে একফোঁটা জলের জন্য তৃষ্ণার্ত চাতক পাখি আকাশের দিকে তাকিয়ে থাকে,
তেমনি ভগবান শ্রী দামোদর এই মাসে প্রত্যাশা করেন—তাঁর ভক্তরা যেন প্রেমভরে একটি প্রদীপ নিবেদন করেন।।
📜পদ্ম পুরাণে বলা হয়েছে—
“দামোদর মাসে এক প্রদীপ দানও লক্ষ যজ্ঞের ফল দেয়।। যে ব্যক্তি প্রদীপ নিবেদন করে, সে জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের শাশ্বত ধাম লাভ করে।” —পদ্ম পুরাণ, কার্তিক মহাত্ম্য, অধ্যায় ২৩
📜স্কন্দ পুরাণে বলা আছে—
“যে ব্যক্তি দামোদর মাসে ভক্তিভরে প্রদীপ নিবেদন করে,সে ভগবান বিষ্ণুর অচ্যুত ভক্তি লাভ করে এবং সকল পাপ বিনষ্ট হয়।।”—স্কন্দ পুরাণ, বৈষ্ণব খণ্ড, কার্তিক মাহাত্ম্য
তাই প্রিয় ভক্তগণ,
এই পবিত্র মাসের শেষ দিনগুলোতে অন্তত একটি প্রদীপ ভগবানের চরণে নিবেদন করুন,
অথবা অন্য কাউকে প্রদীপ নিবেদন করতে সাহায্য করুন—এই সামান্য সেবাও আপনাকে এনে দেবে অনন্ত কল্যাণ ও ভগবানের কৃপা 🙏
“দীপ দানে হরিঃ তুষ্টো ভবতি— প্রদীপ দানে ভগবান নিজে সন্তুষ্ট হন।।”
—হরিভক্তিবিলাস (১৬.২৩৯)
আসুন, প্রেমভরে বলি—
“দামোদর!! নমোস্তু তে!!”
এবং প্রদীপের আলোয় জ্বালিয়ে তুলি আমাদের হৃদয়ের ভক্তির প্রদীপ 🪔
# #🙂ভক্তি😊 #🙏Have a Good Day #দামোদর মাস 🌿 #hare krishna #radhe radhe


