ShareChat
click to see wallet page
search
#মহালয়া #শুভ মহালয়া #মহালয়া
মহালয়া - রেডিওর আবেগ আগমনী সুর ঢ্যাং কুড়াকুড় ঢাকের বাদ্যি আর শিউলি আকাশ-বাতাসে ধ্বনিত হচ্ছে ফুলের সুবাসে মাতোয়ারা ধরিত্রী ! ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘুম ভাঙল অর্কর- আজ মহালয়া পাশের ঘর  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র মন্ত্রোচ্চারণ _ "অশুভ শক্তি থেকে দাদুর রেডওতে ভেসে আসছে ত্রিশূলধারিণী মায়ের আগমন ! শঙ্খধ্বনি, সুর আর সংগীতে ভরে উঠেছে নাশের চারাদক অর্ক অবাক হয়ে জিজ্ঞাসা করে, 'দাদু, টিভিতে দেখলে এত ভালো লাগে না কেন?" দাদু মৃদু হেসে বললেন, 'মহালয়া চোখে দেখার নয় রে, হৃদয়ে অনুভব করার 15 শব্দ, কিছু সুর দেহের প্রতিটি রক্তকণায় ছড়িয়ে পড়তে দিতে হয় ! চোখ বন্ধ করে রেডিওতেই শব্দেই সেই অনুভূতি মেলে; শুধু অনুভব করতে হয় দাদুভাই " অর্ক বুঝল - ঐতিহ্যের টান আর ভোরের পবিত্র সুর শুধু রেডিওই পৌঁছে দিতে পারে রেডিও শুধু যন্ত্র নয়, আবেগের সঙ্গী, যা প্রজন্ম থেকে প্রজন্মে মহালয়ার ভোরকে অমলিন রাখে  কার্তিক পাল শীরদাীয় ১৪৩$ প্রকা্শিত রেডিওর আবেগ আগমনী সুর ঢ্যাং কুড়াকুড় ঢাকের বাদ্যি আর শিউলি আকাশ-বাতাসে ধ্বনিত হচ্ছে ফুলের সুবাসে মাতোয়ারা ধরিত্রী ! ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘুম ভাঙল অর্কর- আজ মহালয়া পাশের ঘর  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র-র মন্ত্রোচ্চারণ _ "অশুভ শক্তি থেকে দাদুর রেডওতে ভেসে আসছে ত্রিশূলধারিণী মায়ের আগমন ! শঙ্খধ্বনি, সুর আর সংগীতে ভরে উঠেছে নাশের চারাদক অর্ক অবাক হয়ে জিজ্ঞাসা করে, 'দাদু, টিভিতে দেখলে এত ভালো লাগে না কেন?" দাদু মৃদু হেসে বললেন, 'মহালয়া চোখে দেখার নয় রে, হৃদয়ে অনুভব করার 15 শব্দ, কিছু সুর দেহের প্রতিটি রক্তকণায় ছড়িয়ে পড়তে দিতে হয় ! চোখ বন্ধ করে রেডিওতেই শব্দেই সেই অনুভূতি মেলে; শুধু অনুভব করতে হয় দাদুভাই " অর্ক বুঝল - ঐতিহ্যের টান আর ভোরের পবিত্র সুর শুধু রেডিওই পৌঁছে দিতে পারে রেডিও শুধু যন্ত্র নয়, আবেগের সঙ্গী, যা প্রজন্ম থেকে প্রজন্মে মহালয়ার ভোরকে অমলিন রাখে  কার্তিক পাল শীরদাীয় ১৪৩$ প্রকা্শিত - ShareChat