ShareChat
click to see wallet page
search
#নবান্ন নবান্ন বাংলার গ্রামীণ সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। শব্দটির অর্থই হলো — “নতুন অন্ন”, অর্থাৎ নতুন ধানের প্রথম ফসল ঘরে তোলা ও সেই ধান থেকে নতুন ভাত বা পিঠে তৈরি করে দেবদেবীর উদ্দেশে নিবেদন করা এবং পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে খাওয়া। নবান্নের মূল বৈশিষ্ট্য এই উৎসবটি সাধারণত কার্তিক–অঘ্রাণ মাসে (ধান কাটার মৌসুমে) পালিত হয়। কৃষকরা নতুন ধান ঘরে তোলার আনন্দে এই উৎসব করেন। নতুন ধানের ভাত, পিঠে, পায়েস ইত্যাদি রান্না করে ঈশ্বর, দেবী লক্ষ্মী বা পরিবারের দেবদেবীর কাছে কৃতজ্ঞতা জানানো হয়। এটি শুধুই ধর্মীয় নয়—একটি ঐতিহ্যবাহী কৃষি-সংস্কৃতিক উৎসব। কেন নবান্ন গুরুত্বপূর্ণ? বছরের শ্রেষ্ঠ ফসল ঘরে তোলার আনন্দ। প্রকৃতি ও কৃষির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। গ্রামের মানুষদের মিলনমেলা; সবাই মিলে নতুন ফসল ভাগাভাগি করে খায়। বাংলার লোকসংস্কৃতি, গান, নাচ ও আচার-অনুষ্ঠানের সঙ্গে গভীরভাবে যুক্ত। #বাংলার উৎসব #😀পজেটিভ স্টোরি😀 #📰রাজ্যের আপডেট📰 #📣টাটকা আপডেট📰 @ShareChat বাংলা @শেয়ারচ্যাট ক্রিয়েটার সাপোর্ট @শেয়ারচ্যাট ভক্তি ও জ্যোতিষশাস্ত্র @Susil Maji @Ajeem Khan
নবান্ন - Krish Krish - ShareChat