ShareChat
click to see wallet page
search
ভালোবাসার মানুষ জীবনে আসা খুব সহজ… কিন্তু ভালো রাখার মানুষ জীবনে আশা – সেটাই সবচেয়ে কঠিন, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে প্রয়োজনীয়। কারণ অনেকেই আপনার জীবনে আসে… ভালোবাসার ভাষা পারে বলতে, “আমি তোমাকে খুব ভালোবাসি” – কিন্তু ক’জন পারে বলতে – “তোমার কষ্টের দিনগুলোতেও আমি পাশে থাকবো”…? অনেকেই আপনার হাত ধরে রোদে হাঁটে, কিন্তু ক’জন পারে বৃষ্টির দিনেও ছাতা ধরে রাখতে…? অনেকেই রাত জেগে কথা বলতে পারে, কিন্তু ক’জন পারে আপনার নিরবতা বুঝে আপনাকে নিজের বুকে টেনে নিতে…? ভালোবেসে পাওয়া যতটা সহজ, অনুজ মনে করে – ভালোবেসে আগলে রাখা তার থেকেও বেশি শিল্প। ভালোবাসা যদি শুধু অনুভূতি হয়, তবে ভালো রাখা এক প্রকার দায়িত্ব… এক অসীম যত্নের নাম। আজ তাই বলি… ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে, যে মানুষটা আপনাকে প্রতিদিন একটু ভালো রাখতে চায়, সেই মানুষটাই আপনার প্রকৃত প্রাপ্তি। জীবনে ভালোবাসা পাওয়া অনেকেরই নিয়তি, কিন্তু ভালোবাসা ধরে রাখতে পারা – সেটাই তো প্রকৃত সাহস। তাই সিদ্ধান্ত নাও… ভালোবাসা চাইলে অনেকে দেবে, কিন্তু যে তোমাকে ভালো রাখবে – তাকে জীবনের শেষদিন পর্যন্ত ধরে রাখবে। — অনুজ কুমার পাল #ভালোবাসা #ভালোরাখা #মানবিকতা #অনুজকুমারপাল #EmotionalWriting #LifeTruths #HeartTouching #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
🎁 ShareChat Rewards⭐ - ভালোবাসার মানুষ জীবনে আসার জীবনে চেয়ে, ভালো রাখার মানুষ আশা অত্যন্ত জরুরী | ( ভালোবাসার মানুষ জীবনে আসার জীবনে চেয়ে, ভালো রাখার মানুষ আশা অত্যন্ত জরুরী | ( - ShareChat