ShareChat
click to see wallet page
search
নিচে ৬টি রেসিপির সম্পূর্ণ ও সহজভাবে ফলো করার মতো রেসিপি দেওয়া হলো—আপনি সরাসরি পোস্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন। 👉 1. সবজি পরোটা রেসিপি উপকরণ ময়দা/আটা – ২ কাপ আলু সেদ্ধ – ২টি গাজর কুঁচি – ½ কাপ ফুলকপি কুঁচি – ½ কাপ কাঁচালঙ্কা – ২টি ধনেপাতা – ২ টেবিল চামচ লবণ, লাল মরিচ, ধনে গুঁড়ো – স্বাদমতো তেল – প্রয়োজনমতো প্রস্তুত প্রণালি 1. আটা + লবণ + একটু তেল দিয়ে ডো তৈরি করুন। 2. আলু চটকে সব কুঁচি সবজি, লঙ্কা, ধনেপাতা ও মশলা মিশিয়ে স্টাফিং তৈরি করুন। 3. ডো গোল করে বেলে মাঝখানে স্টাফ দিন ও বন্ধ করে আবার বেলে নিন। 4. তাওয়া গরম করে দু’পাশে তেল ব্রাশ করে সোনালি করে ভেজে নিন। 👉 2. ডিম দোসা রেসিপি উপকরণ দোসার ব্যাটার – ১ কাপ ডিম – ১টি পেঁয়াজ কুঁচি – ২ টেবিল চামচ কাঁচালঙ্কা – ১টি লবণ – সামান্য তেল – ১ টেবিল চামচ প্রস্তুত প্রণালি 1. তাওয়া গরম করে পাতলা করে দোসা ব্যাটার ছড়িয়ে দিন। 2. উপর থেকে একটি ডিম ভেঙে ছড়িয়ে দিন। 3. পেঁয়াজ, লঙ্কা, লবণ ছিটিয়ে দিন। 4. তেল দিয়ে দু’পাশ সোনালি করে ভেজে নিন। 👉 3. ব্রেড পিৎজা রেসিপি উপকরণ ব্রেড স্লাইস – ৪টি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কুঁচি – ১ কাপ মোৎজারেলা চিজ – ½ কাপ টমেটো কেচাপ/পিৎজা সস – ২ টেবিল চামচ অরিগানো, চিলি ফ্লেক্স – সামান্য প্রস্তুত প্রণালি 1. ব্রেডে পিজা সস মেখে নিন। 2. এর উপর সবজি ছড়িয়ে দিন। 3. চিজ ছড়িয়ে অরিগানো/চিলি ফ্লেক্স দিন। 4. প্যান ঢেকে ৫–৬ মিনিট চিজ গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। 👉 4. নুডুলস রোল রেসিপি উপকরণ সেদ্ধ নুডুলস – ১ কাপ ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি – ১ কাপ সয়া সস – ১ চা চামচ টমেটো সস – ১ টেবিল চামচ লবণ, মরিচ – স্বাদমতো পরোটা/রুটির শিট – ২–৩টি প্রস্তুত প্রণালি 1. সামান্য তেলে সবজি ভেজে নিন। 2. নুডুলস + সয়া সস + টমেটো সস + লবণ + মরিচ মিশান। 3. পরোটার ওপর নুডুলস ফিলিং দিন। 4. রোল করে গরম গরম পরিবেশন করুন। 👉 5. ডালিয়া উপমা রেসিপি উপকরণ ডালিয়া – ১ কাপ পেঁয়াজ – ১টি গাজর, মটর – ½ কাপ কাঁচালঙ্কা – ২টি সরিষা দানা – ½ চা চামচ লবণ – স্বাদমতো পানি – ২ কাপ প্রস্তুত প্রণালি 1. ডালিয়া শুকনো ভেজে নিন। 2. প্যানে তেল দিয়ে সরিষা ফোড়ন দিন। 3. পেঁয়াজ, সবজি ভেজে ডালিয়া যোগ করুন। 4. পানি ও লবণ দিয়ে ঢেকে ৮–১০ মিনিট রান্না করুন। 👉 6. সুজি চিলা রেসিপি উপকরণ সুজি – ১ কাপ দই – ½ কাপ পেঁয়াজ, ক্যাপসিকাম কুঁচি – ½ কাপ লবণ – স্বাদমতো কাঁচালঙ্কা – ১টি পানি – প্রয়োজনমতো প্রস্তুত প্রণালি 1. সুজি + দই + পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। 2. ১০ মিনিট রেখে সবজি, লবণ, লঙ্কা দিন। 3. তাওয়ায় তেল দিয়ে ব্যাটার ঢেলে চিলা বানান। 4. দু’পাশ সোনালি হলে নামিয়ে নিন। #🥘আমার বেস্ট রান্নার রেসিপি😋 #cooking #recipe #food #smcoking
🥘আমার বেস্ট রান্নার রেসিপি😋 - 6 সবজি পরোটা দোসা ব্রেড পিৎজা নুড়ুলস রোল সুজি চিলা ডালিয়া উপমা O 6 সবজি পরোটা দোসা ব্রেড পিৎজা নুড়ুলস রোল সুজি চিলা ডালিয়া উপমা O - ShareChat