জয় শ্রীকৃষ্ণ #জয় শ্রী কৃষ্ণ #🙏🙏🙏জয় শ্রী কৃষ্ণ🙏🙏🙏 #💓জয় গীতা 🙏❤🕉 #হিন্দুদের আস্থা, হিন্দুদের গর্ব ❤️🌿 জয় গীতা 🙏❤️ #জয় গীতা ❤🙏 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
#জয়_শ্রী_কৃষ্ণ_challenge ⛳❤️🚩
#জয়_গীতা_challenge ⛳🌿🚩
আজ ১৭ ভাদ্র মঙ্গলবার 03/09/2025
*•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••*
#শ্রীমদ্ভগবদগীতা
#অর্জুন_বিষাদ_যোগ
#অধ্যায় : - ১ #শ্লোক : - ৪৩,৪৪
#গীতার_প্রথম_অধ্যায় #শ্লোক_নম্বর : - ৪৩,৪৪
🌿🌿🌿 ওঁ তৎ সৎ🙏🏻🙏
#প্রথম_অধ্যায় #শ্লোক_৪৩
उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन ।
नरकेऽनियतं वासो भवतीत्यनुशुश्रुम ।।१.४३।।
উৎসন্নকুলধর্মাণাং মনষ্যাণাং জনার্দন।
নরকে নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রুম ।।১.৪৩।।
#অনুবাদ : -
হে জনার্দন ! আমি পরম্পরাক্রমে শুনেছি যে, যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে, তাদের নিয়ত নরকে বাস করতে হয় ।
#সারাংশ : -
অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়, পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন । সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা । প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ, তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না । বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় । যে সব সময় পাপ কাজে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে, তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য-কর্তব্য । প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফল স্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানারকম দুঃখ-কষ্ট ভোগ করে ।
✧════════•❁❀❁•════════✧
#প্রথম_অধ্যায় #শ্লোক_৪৪
अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम् ।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः ।।१.४४।।
অহো বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম্ ।
যদ্ রাজ্যসুখলোভেন হস্তুং স্বজনমুদ্যতাঃ ।।১.৪৪।।
#অনুবাদ : -
হায় ! কী আশ্চর্যের বিষয় যে, আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি ।
#সারাংশ : -
নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা-পিতা অর্থাৎ সমস্ত আত্মীয়-পরিজনকে হত্যা করতে দেখা যায় । পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির রয়েছে । কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য-অকর্তব্য বিষয়ে সচেতন, তিনি এই ধরনের রাজ্য সুখ ও রাজত্ব লাভের লোভে নিজের স্বজনদের হত্যা করা এই মহাপাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন ।
( প্রতিদিন শ্রীমদ্ভগবদগীতার ১ টি করে শ্লোক পড়তে এই পেজটির সাথে থাকুন ।)
*─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─*
*•••••••••┈┉━❀❈🙏🏼🌼🙏🏼❈❀━┉┈•••••••••*
#হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে !
#হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । ।
🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏
🙏 #রাধে_রাধে 🙏
∙──༅༎ Hare Krishna 🙏༎༅──
00:59

