ShareChat
click to see wallet page
search
💔 আমি ভুল মানুষ... আমি ভুল মানুষ... আর ভুল মানুষকে ভুলে যাওয়াই ভালো। তবুও, জানো? যে ভুলটা আমি করেছি, তার ভেতরেও ছিল কিছু সত্যিকারের অনুভূতি। আমি কাউকে কষ্ট দিতে চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, কিছুটা বোঝাপড়া, একটা মন – যেখানে একটু আশ্রয় নিতে পারব ক্লান্ত দিনে। কিন্তু হয়তো আমি ঠিকভাবে বলতে পারিনি, হয়তো আমার ভালোবাসার প্রকাশটাই ছিল অদ্ভুত, অথবা অতিরিক্ত সোজাসাপ্টা। তাই সবাই আমাকে ‘ভুল’ বলে চিহ্নিত করেছে। রাতের নিরবতায় যখন নিজের সঙ্গে কথা বলি, মনটা বলে – “তুই খারাপ না, তুই শুধু একটু অন্যরকম ছিলি।” তবু এই অন্যরকম মানুষটার ভালোবাসা আজ ভুল বলে মনে করে সবাই। আমি জানি, একদিন তারা বুঝবে— ভুল মানুষও ভালোবাসতে জানে, ভুল ভালোবাসাও একসময় সত্যি হয়ে ওঠে। কিন্তু তখন হয়তো আমি থাকব না। আমার জায়গায় থাকবে কিছু অশ্রু, কিছু নিঃশব্দ চিঠি, আর একটুখানি আফসোসের গন্ধ। ভালোবাসা যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধী, যে আজও কাউকে ভুলে যেতে চায়, কিন্তু পারে না... আমি ভুল মানুষ, তবু ভালোবাসতে ভুল করিনি কখনো। 💔 #ভালোবাসা #একাকিত্ব #অনুভূতি #ভুলমানুষ #অনুজ ✍️ — অনুজ কুমার পাল #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
🎬আমার Acting ভিডিও🎭 - আমি ডুল মlমুষ, আর ভুল মানুষকে ভুলে যাওয়াই ভালো .! আমি ডুল মlমুষ, আর ভুল মানুষকে ভুলে যাওয়াই ভালো .! - ShareChat