ShareChat
click to see wallet page
search
🔥 নৃসিংহদেবের বিপদ-হরণ শক্তি 🔥 👉 যে ভক্ত সত্যিকার ভক্তি ও আশ্রয় নেয়, নৃসিংহদেব নিজেই তার পথের সমস্ত অন্ধকার দূর করেন✅ ১.ভক্তের ভয় দূর করেন ॥ শ্রীমদ্ভাগবত ৭.৯.২২- “হে নৃসিংহদেব!! আপনার করাল রূপ ভক্তদের জন্য (কৃষ্ণ কথা) চিরশান্তি।। যারা আপনাকে স্মরণ করে, তাদের ভয়, দুঃখ, বিপদ মুহূর্তে নাশ পায়।।” ভয়—অর্থাৎ মানসিক চাপ, অশান্তি, অজানা বিপদ—সব তিনি প্রশমিত করেন।। ২.অদৃশ্য শত্রু ও বাধা থেকে রক্ষা করেন ॥ ভাগবত ৭.৮ অধ্যায়-এ উল্লেখ আছে,নৃসিংহদেব ভক্তের পথে থাকা দৈহিক, দৈবিক ও ভৌতিক তিন ধরনের কষ্ট নাশ করেন।। ✅ এই তিনটা হলো— 👉দৈবিক অদৃশ্য শক্তি, অশুভ প্রভাব, অশান্তি, 👉দৈহিক শরীরজনিত কষ্ট, ভয়,বিপদ, কৃষ্ণ কথা 👉ভৌতিক:মানুষজনের শত্রুতা, কাজের সমস্যা, দুর্ঘটনা ইত্যাদি॥ ৩.ভক্তের জন্য “প্রহ্লাদ-রক্ষা” আশীর্বাদ। প্রহ্লাদ মহারাজকে যেমন আগুন,সাপ,হাতি,বিষ—কিছুই স্পর্শ করতে পারেনি,তেমনি ভক্তদেরও নৃসিংহদেব অদৃশ্য বর্ম প্রদান করেন।। এটা বলা হয় "নরসিংহ কবচ-রক্ষা"।। ৪.জীবনের আটকে থাকা পথ খুলে দেন॥ নরসিংহ পুরাণে বলা হয়েছে—যে ব্যক্তি নৃসিংহদেবকে স্মরণ করে বা তাঁর নাম #🙂ভক্তি😊 জপ করে, তার জীবনের আটকে থাকা দরজা খুলে যায়।। চাকরি, ব্যবসা, পরিবার—যেখানে আটকে আছেন, নৃসিংহদেব সেখানে রাস্তাকে পরিষ্কার করে দেন।। ৫.পাপ ও নেতিবাচক শক্তি ধ্বংস করেন।। ✅ নাম জপ 👇 “উগ্রং বীরং মহাবীরং নৃসিংহং পরমং দ্যম।।” এই মন্ত্রটি পাপ,ভয়,অশুভের বিরুদ্ধে এক শক্তিশালী রক্ষাকবচ।। #নৃসিংহদেব #কৃষ্ণ #শ্রীকৃষ্ণ #KrishnaKotha #কৃষ্ণকথা #highlightseveryonefollowers2025
🙂ভক্তি😊 - ShareChat