#দামোদর #দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩
⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️
•─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─•
#দামোদর_মাস_২০২৫
*─⊱✼ #দামোদর ✼⊰─*
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ শুক্রবার 24/10/2025 🕉️⚜️🧡
আজ কার্তিক মাসের ০৬ শুক্রবার
✧════════•❁❀•════════✧
আজ দামোদর মাসের ১৯ দিন ।
এই পবিত্র কার্তিক বা দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেন—
"ন দমোদ্ধৃতস্নেহবদ্ধো দমোদরো নাম তেনোক্তঃ ।।
দীপদানং মম প্রীয়ং, জপো হরিনামান্যপি॥" —(স্কন্দ পুরাণ, বৈষ্ণব খান্ড)
#অনুবাদ অর্থাৎ : -
“যে ভক্ত দামোদর মাসে প্রেমভরে আমাকে প্রদীপ দান করে ও হরিনাম জপ করে, তার অল্প সেবাতেও আমি পরম সন্তুষ্ট হই ।।”
দামোদর মাস মানেই ভক্তির মাস !! এই মাসে একটিও প্রদীপ জ্বালানো মানে : -
👉 অসংখ্য জন্মের অন্ধকার পাপ নাশ করা ।।
👉 হরিনাম জপে শ্রীকৃষ্ণের নিকটে নিজের হৃদয় সমর্পণ করা ।।
👉 অনন্ত আশীর্বাদ ও মুক্তির দ্বার উন্মুক্ত করা ।।
🌸 আজ সকালে ভগবান দামোদরের চরণে হৃদয় সমর্পণ করে বলো —“নমো দামোদরায়”🙏
🪔 প্রদীপ জ্বালাও, হরিনাম জপ করো,তোমার জীবন হোক কৃষ্ণপ্রেমে আলোকিত !! -
সংগ্রহ করা
🙏Hare krishna👏
🙏Radhe Radhe👏


