ShareChat
click to see wallet page
search
#🏳️বিশ্ব স্বাধীনতা দিবস🏳️ “বিশ্ব স্বাধীনতা দিবস” নামে কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস (যেমন জাতিসংঘ ঘোষিত দিবস) বর্তমানে নেই। তবে কিছু দেশ তাদের নিজস্ব স্বাধীনতা দিবস (Independence Day) পালন করে থাকে, যেমন: 🇮🇳 ভারত: ১৫ আগস্ট 🇧🇩 বাংলাদেশ: ২৬ মার্চ 🇺🇸 যুক্তরাষ্ট্র: ৪ জুলাই 🇫🇷 ফ্রান্স: ১৪ জুলাই 🇵🇰 পাকিস্তান: ১৪ আগস্ট অনেকে “World Freedom Day” (বিশ্ব স্বাধীনতা দিবস) নামে একটি দিনও উল্লেখ করে থাকেন — 🔴এটি সাধারণত ৯ নভেম্বর পালন করা হয়, মূলত বার্লিন প্রাচীর ভাঙার স্মরণে (১৯৮৯)। এই দিনটি “World Freedom Day” নামে যুক্তরাষ্ট্রে ও কিছু পশ্চিমা দেশে পালিত হয়।
🏳️বিশ্ব স্বাধীনতা দিবস🏳️ - ShareChat