জিএসটি হ্রাসের সুবিধা যদি বাজারে ভোক্তারা না পান, তবে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে মোদী সরকার। কারণ জনগণের স্বার্থই এই সরকারের প্রথম অগ্রাধিকার। জাতীয় ভোক্তা হেল্পলাইনের (https://consumerhelpline.gov.in) আইজিআরএএম পোর্টালে গিয়ে সহজেই অভিযোগ জানানো সম্ভব। এছাড়াও টোল-ফ্রি নম্বর 1915, এনসিএইচ অ্যাপ, ওয়েব পোর্টাল, হোয়াটসঅ্যাপ, এসএমএস, ইমেল কিংবা উমং অ্যাপের মাধ্যমে দ্রুত অভিযোগ নথিভুক্ত করা যাবে। মোদী সরকারের একমাত্র লক্ষ্য সাধারণ মানুষ যেন ন্যায্য অধিকার পান। #📢রাজনৈতিক আপডেট🙏