#হর হর মহাদেব #ওম নমঃ শিবায় 🙏🙏🙏 #ওম নমঃ শিবায় #জয় বাবা ভোলানাথ
বোম বোম ভোলে
জয় শিব শংকরআমরা সবাই কোন না কোন ভাবে অপরিপূর্ণ,
কারো টাকা আছে সুখ নেই, কারো সুখ আছে কিন্তু অভাবের সংসার ।
কারো জীবনে আবার টাকাই সকল অশান্তির মূল তবুও টাকার পেছনে ছুটে ।
কারো একটি ছেলে সন্তান আছে একটি মেয়ে সন্তান প্রয়োজন কারো বা একটি মেয়ে সন্তান আছে একটি ছেলে সন্তান প্রয়োজন ।
কেউ স্বামীকে নিয়ে সুখী নয়, কেউ বা স্ত্রীকে নিয়ে সুখী নয় ।
আবার অনেকেই আছেন সংসার ধর্ম করতে গিয়ে এখন অতিষ্ঠ ।
বর্তমান জগতে ভালোবাসা হয়ে গেছে ছেলে খেলা, নারী-পুরুষ একে অপরকে ভালোবাসে, শুরু থেকে সব ঠিক থাকে, একটা সময় এসে একে অপরকে ঠকায় অন্য কাউকে পেয়ে।
আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত বা মনুষ্যত্ব বোধ রাখা উচিত।
আজ তুমি যাকে ঠকাচ্ছ যেকোনোভাবে তাঁর চোখের জলে তোমার ধ্বংস হবেই।
যতদিন পর্যন্ত আমাদের ভেতর থেকে মোহ ও আসক্তি না কাটবে ততদিন পর্যন্ত এই শান্তি অশান্তি লেগেই থাকবে ।
তাই আসুন গুরু প্রদর্শিত পথ অবলম্বন করি গীতার ছায়ায় চলে আসি তবেই আমাদের জীবনে আসবে সেই প্রকৃত সুখ সেই প্রকৃত শান্তি । #জয় বাবা শিব শংকর #@