ShareChat
click to see wallet page
search
#🔱শুভ বিজয়ার স্ট্যাটাস 🪷 #🪷 শুভ শারদীয়া ২০২৫🔱 #💃বিজয়া দশমীর লুক ২০২৫🌷 #🙏শুভ বিজয়া দশমী ২০২৫🌷 #🎪দশমীর প্যান্ডেল হপিং ২০২৫🎠 🙏🏻 শুভ বিজয়া, বড়দের জানাই আমার প্রণাম আর ছোট আর সমবয়সীদের জানাই অনেক অনেক ভালোবাসা। 🌺❤️ 🙏🏻🧡 তার সাথে বলবো Happy Dussehra 🙏🏻🧡 ✨ না, মন খারাপ নয়। মা তো প্রতিবছরই আসে। তিনি তো আমাদের মনেই রয়েছেন। আনন্দের পর বিষাদ না এলে আবার পরবর্তী আনন্দের সূচনা হবে কেমন করে? এই বিষাদের পরেই শুরু হোক আবার নতুন লড়াই। এই বিদায় বেলা যেন তারই আগমন বার্তা। ✨ 🔱 আমরা যারা কলকাতার আশেপাশে থাকি আর এখনো অবধি মায়ের কৃপায় সুস্থ শরীর নিয়ে বেঁচে রয়েছি, আমাদের পূজো তো এখন শুরু হয়ে যায় প্রায় মহালয়া থেকেই কিন্তু একবার ভেবে দেখেছেন কী কলকাতা থেকে দূরে দূরে এমন কত ছেলেমেয়ে আছে যাদের ইচ্ছে করে কলকাতায় এসে বাঙালীর প্রাণের উৎসবে মাতোয়ারা হই কিন্তু বাদ সাধে টাকা। তাদের কথা না হয় বাদই দিলাম। 📌 খোদ কলকাতা শহরেই এমন কত মানুষ আছেন যারা ঠিকঠাক হাঁটাচলা করতে পারেননা। বয়সের ভারে কিম্বা শারীরিক কারণে তাদের পুজোতে ঘোরা হয়ে ওঠেনা। তারাও চায় অন্য সকলের মতো কলকাতার জনজোয়ারে গা ভাসাতে, তারাও স্বপ্ন দেখে তাদের ছেলেমেয়েরা একদিন তাদের নিয়ে যাবে কোন উপায় করে আর সব ছেলেমেয়েরা বিকিয়ে যায় না। সব ছেলেমেয়েরা ভাবেনা চাকরি পেয়ে নিজের Life এ Settle হয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। 😌 সেই ছেলেমেয়েগুলোও স্বপ্ন দেখে কোন একদিন তার নিজস্ব এক বাহন হবে আর তাতে করে বাবা-মাকে নিয়ে ঘুরে বেড়াবো এই আনন্দ নগরী। যে দুটো হাত ধরে ছোট্টবেলায় ঘুরে বেড়িয়েছি সেই হাতেই আবার রাখবো হাত। কত ছেলেমেয়ে সেই দিনের প্রতীক্ষায় বসে... 🪔 মা যেন সেই লড়াইয়েরই আভাস দেয়। তিনি যেমন সিংহবাহিনী হয়ে মহিষাসুর বধ করে যুদ্ধে জয়ী হয়েছিলেন। তেমনি জয়ী হোক তার সন্তানেরাও জীবন যুদ্ধে। তিনি পরীক্ষা নেন। 🙏🏻 মায়ের কাছে প্রার্থনা করুন, মাগো, শীঘ্রই সেই এক পুজো আসুক যে পুজোতে নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ংসম্পূর্ণ হয়ে তোমার পায়ে মাথা রেখে বলতে পারি, মা আজ তুমি আমায় সব দিয়ে দিয়েছো। আর কিচ্ছু চাই না। 🙏🏻 🌼 পূরণ হোক সেইসব ছেলে মেয়ের স্বপ্ন। পূরণ হোক সেই সব মা-বাবাদের ছোট ছোট খুশি। ভালো থেকো কলকাতা। আবার এসো মা। নতুন রঙে রাঙিয়ে দিও সবার জীবন। 🌼🙏🏻❤️
🔱শুভ বিজয়ার স্ট্যাটাস 🪷 - ShareChat