ShareChat
click to see wallet page
search
ধনতেরাসের দিন কেনাকাটার শুভ সময় ১৮ অক্টোবর, ২০২৫ (শনিবার) ধনতেরাস পুজোর শুভ সময় হল সন্ধ্যে ৭টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে কেনাকাটা করলে সবচেয়ে শুভ ফল মিলবে। #happy dhanteras ধনতেরাসে কী কী কিনবেন, যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে ধনতেরাস মানেই যে শুধু সোনা কিনতে হবে, তা নয়। আপনার বাজেট অনুযায়ী শুভ ফল পেতে নিম্নে উল্লিখিত জিনিসগুলি কিনতে পারেন— ১. সোনা ও রুপো – এগুলি চিরন্তন সম্পদ। দেবী লক্ষ্মীর প্রতীকও। সোনা অবিরাম সমৃদ্ধি ও রুপো সংসারের পবিত্রতা নিয়ে আসে। সোনা কেনার সময় সঠিক কাগজপত্র এবং ওজন ঠিক মতো দেখে নেওয়া জরুরি। ২. নতুন বাসনপত্র – বিশেষ করে তামা বা পিতলের বাসন কেনা শুভ। এটি কিনলে সংসারে খাদ্যের অভাব দূর করে। প্রচলিত বিশ্বাস বাসন কখনও খালি হাতে ঘরে আনা ভাল নয়। ভেতরে চাল বা মিষ্টি ভরে আনা শুভ। ৩. ঝাড়ু – ঝাড়ুকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা মানে ঘর থেকে দারিদ্র্য ও নেতিবাচকতাকে বাইরে বের করে দেওয়া। ৪. লক্ষ্মী-গণেশ মূর্তি – ধনতেরাসের দিন লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি বা ছবি কিনলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে এবং সব কাজে বাধা কেটে যায়। নতুন পথ প্রশস্ত হয়। ৫. ধনে বীজ – এটিও সমৃদ্ধির প্রতীক। সামান্য ধনে কিনে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করলে সারা বছর আর্থিক উন্নতি হয়। ৬. ইলেকট্রনিক্স – বর্তমানে ধনতেরাসের দিন ফ্রিজ, টিভি, ল্যাপটপ বা অন্য কোনও ইলেকট্রনিক জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। যা আধুনিক জীবনে উন্নতি ও সুযোগের প্রতীক। #happy dhanteras #viral
happy dhanteras - ধনভেরাসে 'ধনবর্ষী' চান? এগুলি অতি অবশ্যই মেনে চলুন ধনতেরাসে সোনা কেনা কি জরুরি? কোন জিনিস ভুল করেও কিনবেন না, যাতে লক্ষ্মী অসন্তুষ্ট না হন! Image Credit source: PTI ধনভেরাসে 'ধনবর্ষী' চান? এগুলি অতি অবশ্যই মেনে চলুন ধনতেরাসে সোনা কেনা কি জরুরি? কোন জিনিস ভুল করেও কিনবেন না, যাতে লক্ষ্মী অসন্তুষ্ট না হন! Image Credit source: PTI - ShareChat